১ বংশাবলি 12 - কিতাবুল মোকাদ্দসপ্রান্তরে বাদশাহ্ দাউদের অনুসারীরা 1 যে সময়ে দাউদ কীশের পুত্র তালুতের ভয়ে অবরুদ্ধ থাকতেন, সেই সময় এসব লোক সিক্লগে দাউদের কাছে এসেছিল; তারা যুদ্ধে তাঁর সহকারী বীরদের মধ্যে ছিল। 2 তারা তীরন্দাজ এবং ডান ও বাম উভয় হাত দিয়ে ফিঙ্গার পাথর ও তীর নিক্ষেপে নিপুণ ছিল; তারা তালুতের জ্ঞাতি বিন্ইয়ামীনীয় লোক ছিল। 3 অহীয়েষর প্রধান, পরে যোয়াশ, এরা গিবিয়াতীয় শমায়ের পুত্র; আর অস্মাবতের পুত্র যিষীয়েল ও পেলট; এবং বরাখা ও অনাথোতীয় যেহূ; 4 এবং গিবিয়োনীয় যিশ্ময়িয়, ইনি ত্রিশজনের মধ্যে এক জন বীর ও ত্রিশের উপরে নিযুক্ত ছিল; আর ইয়ারমিয়া, যহসীয়েল, যোহানন, গদেরাথীয় যোষাবদ, 5 ইলিয়ূষয়, যিরীমোৎ, বালিয়, শমরিয়, আর হরূফীয় শফটিয়। 6 ইল্কানা, যিশিয়, অসরেল, যোয়েষর ও যাশবিয়াম, এই কারুনীয়রা; 7 আর গদোর-নিবাসী যিরোহমের পুত্র যোয়েলা ও সবদিয়। 8 আর গাদীয়দের মধ্যে কয়েকজন বলবান বীর পৃথক হয়ে মরুভূমিস্থিত দুর্গম স্থানে দাউদের কাছে এসেছিল; তারা ঢাল ও বর্শাধারী, যুদ্ধে দীক্ষিত পুরুষ; সিংহমুখের মত তাদের মুখ ছিল ও তাঁরা পর্বতস্থ হরিণের মত দ্রুতগামী ছিল। 9 প্রধান এষর, দ্বিতীয় ওবদিয়, তৃতীয় ইলীয়াব, 10 চতুর্থ মিশ্মন্না, পঞ্চম ইয়ারমিয়া, 11 ষষ্ট অত্তয়, সপ্তম ইলীয়েল, 12 অষ্টম যোহানন, নবম ইল্সাবাদ, 13 দশম ইয়ারমিয়া, একাদশ মগ্বন্নয়। 14 গাদ-বংশের এই লোকেরা সৈন্যদলের সেনাপতি ছিলেন; এঁদের মধ্যে যিনি ক্ষুদ্র, তিনি শত জনের ও যিনি মহান তিনি হাজার জনের সমকক্ষ ছিলেন। 15 প্রথম মাসে যে সময়ে জর্ডানের সমস্ত পানি তীরের উপরে উঠেছিল, সেই সময়ে এঁরা নদী পার হয়ে পূর্ব দিকে ও পশ্চিম দিকে তলভূমিস্থ সকলকে তাড়িয়ে দিয়েছিলেন। 16 আর বিন্ইয়ামীন ও এহুদার সন্তানদের মধ্যে কয়েকজন লোক দাউদের কাছে দুর্গম স্থানে এসেছিল। 17 আর দাউদ তাদের সঙ্গে সাক্ষাৎ করতে বের হয়ে তাদেরকে বললেন, যদি তোমরা আমার সাহায্য করতে শান্তিভাব নিয়ে আমার কাছে এসে থাক, তবে আমার অন্তর তোমাদের সঙ্গে এক হয়ে যাবে। কিন্তু আমার হাতে কোন দৌরাত্ম না থাকলেও যদি আমাকে ঠকিয়ে বিপক্ষ লোকদের হস্তগত করার জন্য এসে থাক, তবে আমাদের পূর্বপুরুষদের আল্লাহ্ তা দেখুন ও বিচার করুন। 18 তখন আল্লাহ্র রূহ্ সেনানীবর্গের নেতা অমাসয়ের উপরে আসলেন, আর তিনি বললেন, হে দাউদ, আমরা তোমারই, হে ইয়াসিরের পুত্র, আমরা তোমারই পক্ষ; মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক ও তোমার সাহায্যকারীদের মঙ্গল হোক, কেননা তোমার আল্লাহ্ তোমার সাহায্য করেন। তখন দাউদ তাঁদেরকে গ্রহণ করে সৈন্যদলের সেনাপতি করলেন। 19 আর দাউদ যখন ফিলিস্তিনীদের সঙ্গে তালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছিলেন তখন মানশারও কয়েকজন তাঁর পক্ষ হয়েছিল। অবশ্য তাঁরা ফিলিস্তিনীদের সাহায্য করেন নি; কেননা তাদের ভূপালেরা মন্ত্রণা করে তাঁকে বিদায় করে বললেন, সেই ব্যক্তি আমাদের মুণ্ড নিয়ে তাঁর মালিক তালুতের পক্ষ নেবে। 20 পরে দাউদ সিক্লগে যাচ্ছেন, এমন সময়ে মানশা-বংশীয়, অদ্ন, যোষাবদ, যিদীয়েল, যোষবিদ ইলীহূ ও সিল্লথয়, মানশা-বংশীয় এই সহস্রপতিরা তাঁর পক্ষ হলেন। 21 আর তাঁরা সৈন্যদলের বিপক্ষে দাউদকে সাহায্য করলেন, কারণ তাঁরা সকলে ছিলেন বলবান বীর এবং সৈন্যদলের সেনাপতি হলেন। 22 বস্তুত সেই সময়ে দাউদের সাহায্যার্থে দিন দিন লোক আসত, তাতে আল্লাহ্র সৈন্যদলের মত তাঁর একটা মস্ত বড় সৈন্যদল গড়ে উঠলো। হেবরনে বাদশাহ্ দাউদের সৈন্যবাহিনী 23 যে লোকেরা মাবুদের কালাম অনুসারে তালুতের রাজ্য হস্তান্তর করে দাউদকে দেবার জন্য যুদ্ধার্থে সজ্জিত হয়ে হেবরনে তাঁর কাছে গিয়েছিল তাদের সংখ্যা এই: 24 এহুদা-বংশের ঢাল ও বর্শাধারী, যুদ্ধের জন্য সজ্জিত ছয় হাজার আট শত লোক। 25 শিমিয়োন-বংশের মধ্যে যুদ্ধে বলবান বীর সাত হাজার এক শত লোক। 26 লেবি-বংশের মধ্যে চার হাজার ছয় শত লোক। 27 আর যিহোয়াদা হারুনের বংশের নেতা এবং তাঁর সঙ্গে তিন হাজার সাত শত লোক; 28 আর বীর্যবান যুবক সাদোক ও তাঁর পিতৃকুলের বাইশ জন সেনাপতি। 29 আর তালুতের জ্ঞাতি বিন্ইয়ামীন-বংশের লোকদের মধ্যে তিন হাজার লোক; কারণ সেই সময় পর্যন্ত তাদের অধিকাংশ লোক তালুতের কুলের বশ্যতা স্বীকার করতো। 30 আর আফরাহীম-সন্তানদের মধ্যে বিশ হাজার আট শত বলবান বীর, তারা যার যার পিতৃকুলে বিখ্যাত ছিলেন। 31 আর মানশার অর্ধেক বংশের মধ্যে আঠার হাজার লোক, তারা এসে দাউদকে বাদশাহ্ করার জন্য স্ব স্ব নামে নির্দিষ্ট হল। 32 আর ইষাখর-বংশের লোকদের মধ্যে দুই শত প্রধান লোক, তারা কালজ্ঞ লোক, ইসরাইলের কি কর্তব্য তা জানত, আর তাদের বংশের লোকেরা সকলে তাদের বাধ্য ছিল। 33 সবূলূনের মধ্যে সৈন্যদলে গমনযোগ্য, সব রকম যুদ্ধাস্ত্র নিয়ে সৈন্য রচনা করতে নিপুণ পঞ্চাশ হাজার লোক ছিল, তারা দাউদকে সাহায্য করতে একমন বিশিষ্ট ছিল। 34 নপ্তালির মধ্যে এক হাজার সেনাপতি ও তাদের সঙ্গে ঢাল ও বর্শাধারী সাঁইত্রিশ হাজার লোক। 35 দানীয়দের মধ্যে সৈন্য রচনা করতে দক্ষ আঠাশ হাজার ছয় শত লোক। 36 আশেরের মধ্যে সৈন্যদলে গমন যোগ্য, সৈন্যরচনা করতে নিপুণ চল্লিশ হাজার লোক। 37 আর জর্ডানের ওপারস্থ রূবেণীয়, গাদীয় ও মানশার অর্ধেক বংশের মধ্যে যুদ্ধের জন্য সব রকম অস্ত্রধারী এক লক্ষ বিশ হাজার লোক। 38 যুদ্ধে ও সৈন্য রচনায় নিপুণ এসব লোক দাউদকে সমস্ত ইসরাইলের বাদশাহ্ করার জন্য একাগ্রচিত্তে হেবরনে এল এবং ইসরাইলের অবশিষ্ট সকল লোকও দাউদকে বাদশাহ্ করার জন্য একচিত্ত হল। 39 তারা তিন দিন সেখানে দাউদের সঙ্গে থেকে ভোজন পান করলো; কেননা তাদের ভাইয়েরা তাদের জন্য আয়োজন করেছিল। 40 এছাড়া, ইষাখর, সবূলূন ও নপ্তালী প্রদেশ পর্যন্ত তাদের প্রতিবেশীরা, গাধা, উট, খচ্চর ও বলদের পিঠে খাদ্রদ্রব্য, সুজিতে প্রস্তুত দ্রব্য, ডুমুরের চাপ, শুকনো আঙ্গুরের থলুয়া, আঙ্গুর-রস ও তেল এবং বলদ ও ভেড়া প্রচুর পরিমাণে আনলো, কেননা ইসরাইলের মধ্যে আনন্দ হয়েছিল। |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh