Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

১ বংশাবলি 1 - কিতাবুল মোকাদ্দস


হযরত আদম থেকে ইব্রাহিম পর্যন্ত বংশ-তালিকা

1 আদম, শিস, আনুশ,

2 কৈনন, মাহলাইল,

3 ইয়ারুদ, হনোক, মুতাওশালেহ, লামাক,

4 নূহ্‌, সাম, হাম ও ইয়াফস।

5 ইয়াফসের সন্তান গোমর, মাজুজ, মাদয়, যবন, তুবল, মেশক ও তীরস।

6 গোমরের সন্তান অস্কিনস, দীফৎ ও তোগর্ম।

7 যবনের সন্তান ইলীশা, তর্শীশ, সাইপ্রাস ও রোদানীম।

8 হামের সন্তান কূশ, মিসর, পূট ও কেনান।

9 কূশের সন্তান সবা, হবীলা,

10 সপ্তা, রয়মা ও সপ্তকা। রয়মার সন্তান সাবা ও দদান। নমরূদ কূশের পুত্র; তিনি দুনিয়াতে এক জন পরাক্রমী মানুষ হয়ে উঠেছিলেন।

11 আর লূদীয়, অনামীয়, লহাবীয়,

12 নপ্তুহীয়, পথ্রোষীয়, ফিলিস্তিনীদের আদিপুরুষ কস্‌লূহীয় এবং ক্রীটীয়রা।

13 এসব মিসরের সন্তান; এবং কেনানের জ্যেষ্ঠ পুত্র সিডন, তারপর হেৎ,

14 যিবূষীয়, আমোরীয়, গির্গাশীয়,

15 হিব্বীয়, অর্কীয়, সীনীয়,

16 অর্বদীয়, সমারীয় ও হমাতীয়।

17 সামের সন্তান ইলাম, আসেরিয়া, আরফাখশাদ, লূদ ও অরাম এবং ঊষ, হূল গেথর ও মেশেক।

18 আর আরফাখশাদ শেলহের জন্ম দিলেন ও শেলহ এবরের জন্ম দিলেন।

19 এবরের দুই পুত্র, একজনের নাম পেলগ (বিভাগ), কেননা সেই সময় দুনিয়া বিভক্ত হল; তাঁর ভাইয়ের নাম ইয়াকতান।

20 আর ইয়াকতান অল্‌মোদদ,

21 শেলফ, হৎসর্মাবৎ, যেরহ,

22 হদোরাম, ঊসল, দিক্ল, এবল, অবীমায়েল,

23 সাবা, ওফীর, হবীলা ও যোবরের জন্ম দিলেন। এরা সকলে ইয়াকতানের সন্তান।

24 সাম, আরফাখশাদ, শেলহ,

25 এবর, পেলগ, রিয়ূ,

26 সরূগ, নাহোর, তেরহ,

27 ইব্রাম, অর্থাৎ ইব্রাহিম।


হযরত ইব্রাহিম থেকে হযরত ইয়াকুব পর্যন্ত বংশ-তালিকা

28 ইব্রাহিমের পুত্র ইস্‌হাক ও ইসমাইল।

29 তাঁদের খান্দাননামা এই। ইসমাইলের জ্যেষ্ঠ পুত্র নবায়োৎ,

30 পরে কায়দার, অদ্‌বেল, মিব্‌সম, মিশ্‌ম, দূমা, মসা, হদদ, তেমা,

31 যিটূর, নাফীশ ও কেদমা; এরা ইসমাইলের সন্তান।

32 ইব্রাহিমের উপপত্নী কটূরার গর্ভজাত সন্তান সিম্রণ, যক্‌ষণ, মদান, মাদিয়ান, যিশ্‌বক ও শূহ। যক্‌ষণের সন্তান সাবা ও দদান।

33 মাদিয়ানের সন্তান ঐফা, এফর, হনোক অবীদ ও ইল্‌দায়া; এরা সকলে কটূরার সন্তান।

34 ইব্রাহিমের পুত্র ইস্‌হাক। ইস্‌হাকের পুত্র ইস্‌ ও ইসরাইল।

35 ইসের সন্তান ইলীফস, রূয়েল, যিয়ুশ, যালম ও কারুন।

36 ইলীফসের সন্তান তৈমন, ওমার, সফী গয়িতম, কনস, তিম্ন ও আমালেক।

37 রূয়েলের সন্তান নহৎ, সেরহ, শম্ম ও মিসা।

38 সেয়ীরের সন্তান লোটন, শোবল, সিবিয়োন, অনা, দিশোন, এৎসর ও দীশন।

39 লোটনের সন্তান হোরি ও হোমম; এবং তিম্না লোটনের বোন।

40 শোবলের সন্তান অলিয়ন, মানহৎ, এবল, শফী ও ওনম। সিবিয়োনের সন্তান অয়া ও অনা।

41 অনার সন্তান দিশোন। দিশোনের সন্তান হম্রণ, ইশ্‌বন, যিত্রণ ও করাণ।

42 এৎসরের সন্তান বিল্‌হন, সাবন, যাকন। দীশনের সন্তান ঊষ ও অরাণ।

43 বনি-ইসরাইলদের উপরে কোন বাদশাহ্‌ রাজত্ব করার আগে এই বাদশাহ্‌রা ইদোম দেশের বাদশাহ্‌ ছিলেন; বিয়োরের পুত্র বেলা; তাঁর রাজধানীর নাম দিন্‌হাবা;

44 আর বেলার মৃত্যু হলে পর তাঁর পদে বস্রা-নিবাসী সেরহের পুত্র যোবব রাজত্ব করেন।

45 আর যোববের মৃত্যুর পর তৈমন দেশীয় হূশম তাঁর পদে রাজত্ব করেন।

46 আর হূশম মারা যাওয়ার পর বদদের পুত্র যে হদদ্‌ মোয়াব দেশে মাদিয়ানকে আঘাত করেছিলেন, তিনি তাঁর পদে রাজত্ব করেন; তাঁর রাজধানীর নাম অবীৎ ছিল।

47 আর হদদ্‌ ইন্তেকাল করলে মস্রেকা-নিবাসী সম্ল তাঁর পদে রাজত্ব করেন।

48 আর সম্ল ইন্তেকাল করলে পর ফোরাত নদীর নিকটবর্তী রহোবোৎ-নিবাসী তালুত তাঁর পদে রাজত্ব করেন।

49 আর তালুতের মৃত্যু হলে অক্‌বোরের পুত্র বাল্‌-হানন তাঁর পদে রাজত্ব করেন।

50 আর বাল্‌হানন মারা যাওয়ার পর হদদ তাঁর পদে রাজত্ব করেন, তাঁর রাজধানীর নাম পায় ও স্ত্রীর নাম মহেটবেল; সে মট্রেদের কন্যা ও মেষাহবের দৌহিত্রী।

51 পরে হদদ ইন্তেকাল করলেন।

52 ইদোমের দলপতিদের নাম; দলপতি তিম্না, দলপতি অলিয়া, দলপতি যিথেৎ, দলপতি অহলীবামা, দলপতি এলা, দলপতি পীনোন,

53 দলপতি কনস, দলপতি তৈমন, দলপতি মিব্‌সর,

54 দলপতি মগ্‌দীয়েল, দলপতি ঈরম; এঁরা ইদোমের দলপতি।

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন