হিতোপ 29 - কিতাবুল মোকাদ্দস1 যে পুনঃ পুনঃ তিরস্কৃত হয়েও ঘাড় শক্ত করে, সে হঠাৎ ভেঙ্গে পড়বে, তার প্রতিকার হবে না। 2 ধার্মিকেরা বৃদ্ধি পেলে লোকেরা আনন্দ করে, কিন্তু দুষ্ট লোক কর্তৃত্ব পেলে লোকেরা আর্তস্বর করে। 3 যে প্রজ্ঞা ভালবাসে, সে পিতার আনন্দজনক হয়; কিন্তু যে পতিতাদের প্রতি অনুরক্ত হয়, তার ধন নষ্ট হবে। 4 বাদশাহ্ ন্যায়বিচার দ্বারা দেশ সুস্থির করেন; কিন্তু উৎকোচপ্রিয় তা লণ্ডভণ্ড করে। 5 যে ব্যক্তি নিজের প্রতিবেশীর তোষামোদ করে, সে তার পায়ের নিচে জাল পাতে। 6 দুর্বৃত্ত লোকের অধর্মে ফাঁদ থাকে, কিন্তু ধার্মিক আনন্দিত হয়ে গান করে। 7 ধার্মিক দীনহীন লোকদের বিচার বোঝে; অজ্ঞ লোক জ্ঞান বোঝে না। 8 নিন্দাপ্রিয় লোকেরা নগরে আগুন লাগিয়ে দেয়; কিন্তু জ্ঞানবানেরা ক্রোধ শান্ত করে। 9 অজ্ঞানের সঙ্গে জ্ঞানবানের ঝগড়া হলে, সে রাগ করুক বা হাসুক, কিছুতেই শান্তি হয় না। 10 রক্তপাতী লোকেরা সিদ্ধব্যক্তিকে ঘৃণা করে; আর সরল লোকের প্রাণনাশের চেষ্টা করে। 11 হীনবুদ্ধি নিজের সমস্ত ক্রোধ প্রকাশ করে, কিন্তু জ্ঞানী তা সম্বরণ করে প্রশমিত করে। 12 যে শাসনকর্তা মিথ্যা কথায় কান দেন, তাঁর কর্মকর্তারা সকলে দুষ্ট। 13 দরিদ্র ও জুলুমবাজ একটা ব্যাপারে সমান— মাবুদ উভয়ের চোখেই আলো দান করে থাকেন। 14 যে বাদশাহ্ সত্যভাবে দীনহীনদের বিচার করেন, তাঁর সিংহাসন নিত্য স্থির থাকবে। 15 দণ্ড ও তিরষ্কার প্রজ্ঞা দেয়; কিন্তু অশাসিত বালক মাতার লজ্জাজনক। 16 দুষ্ট লোকেরা বৃদ্ধি পেলে অধর্ম বৃদ্ধি পায়; কিন্তু ধার্মিকেরা তাদের নিপাত দেখবে। 17 তোমার পুত্রকে শাস্তি দাও, সে তোমাকে শান্তি দেবে, সে তোমার প্রাণকে আনন্দিত করবে। 18 দর্শনের অভাবে লোকেরা উচ্ছৃঙ্খল হয়; কিন্তু যে আইন-কানুন মানে, সে সুখী। 19 কেবল কালাম দ্বারা গোলামের শাসন হয় না, কেননা সে বুঝলেও কথা মানবে না। 20 তুমি কি হঠকারী লোক দেখছ? তার চেয়ে বরং হীনবুদ্ধির বিষয়ে বেশি আশা আছে। 21 যে গোলামকে বাল্যাবধি কোমলভাবে প্রতিপালন করে, শেষে সেই গোলাম তার পুত্র হয়ে উঠে। 22 কোপন-স্বভাব ব্যক্তি ঝগড়া উত্তেজিত করে, বদমেজাজী ব্যক্তি বিস্তর অধর্ম করে। 23 মানুষের অহংকার তাকে নিচে নামাবে, কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাবে। 24 চোরের সহযোগী নিজের প্রাণকে ঘৃণা করে; সে কসম করাবার কথা শোনে, কিন্তু কিছু বলে না। 25 লোক-ভয় ফাঁদজনক; কিন্তু যে মাবুদের উপর ঈমান আনে, সে উঁচু স্থানে স্থাপিত হবে। 26 অনেকে শাসনকর্তার দয়া খোঁজ করে; কিন্তু মানুষের বিচার মাবুদ হতেই হয়। 27 অন্যায়কারী ধার্মিকদের ঘৃণাস্পদ; আর সরলাচারী দুর্জনের ঘৃণাস্পদ। |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh