Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

হিতোপ 22 - কিতাবুল মোকাদ্দস

1 প্রচুর ধনের চেয়ে সুখ্যাতি বেছে নেওয়া ভাল; রূপা ও সোনার চেয়ে প্রসন্নতা ভাল।

2 ধনবান ও দরিদ্র একত্র মিলে; মাবুদ তাদের উভয়ের নির্মাতা।

3 সতর্ক লোক বিপদ দেখে নিজেকে লুকায়, কিন্তু অবোধ লোকেরা আগে গিয়ে দণ্ড পায়।

4 নম্রতা ও মাবুদের ভয়ের পুরস্কার হল ধন, সম্মান ও জীবন।

5 কুটিল ব্যক্তির পথে কাঁটা ও ফাঁদ থাকে; যে নিজের প্রাণ রক্ষা করে, সে তাদের থেকে দূরে থাকবে।

6 বালককে তার গন্তব্য পথানুরূপ শিক্ষা দাও, সে প্রাচীন হলেও তা ছাড়বে না।

7 ধনবান দরিদ্রদের উপরে কর্তৃত্ব করে, আর ঋণী মহাজনের গোলাম হয়।

8 যে অধর্ম-বীজ বোনে, সে দুর্গতি-শস্য কাটবে, আর তার কোপের দণ্ড লোপ পাবে।

9 উদার ব্যক্তি দোয়াযুক্ত হবে; কারণ সে দীনহীন লোককে নিজের খাদ্যের অংশ দেয়।

10 নিন্দুককে তাড়িয়ে দাও, ঝগড়া বাইরে যাবে, বিরোধ ও অবমাননাও ঘুচবে।

11 যে হৃদয়ের পাক-পবিত্রতা ভালবাসে, তার ওষ্ঠে রহমত থাকে, বাদশাহ্‌ তার বন্ধু হন।

12 মাবুদের চোখ জ্ঞানবানকে রক্ষা করে; কিন্তু তিনি বেঈমানদের কথাবার্তা বিফল করে দেন।

13 অলস বলে, বাইরে সিংহ আছে, চৌরাস্তায় গেলে আমি মারা পড়বো।

14 ব্যাভিচারী স্ত্রীদের মুখ গভীর খাত; যে লোক মাবুদের ক্রোধের পাত্র সে তার মধ্যে পড়বে।

15 বালকের অন্তরে অজ্ঞানতা বাঁধা থাকে, কিন্তু শাসন-দণ্ড তা তাড়িয়ে দেবে।

16 নিজের ধনবৃদ্ধির জন্য যে দরিদ্রদের প্রতি জুলুম করে, আর যে ধনবানকে দান করে, উভয়েরই অভাব ঘটে।


জ্ঞানবানদের উপদেশ

17 তুমি মনোযোগ দিয়ে জ্ঞানবানদের কথা শোন, আমার জ্ঞানে মনোনিবেশ কর।

18 কেননা সেসব তোমার অন্তরে রাখলে, একসঙ্গে তোমার ওষ্ঠে স্থির থাকলে, সুখপ্রদ হবে।

19 মাবুদ যেন তোমার আশ্রয় হন, সেজন্য আমি তোমাকে, তোমাকেই আজ এসব জানালাম।

20 আমি তোমার কাছে কি উৎকৃষ্ট কথা লিখি নি নানা যুক্তি ও জ্ঞান সম্বন্ধে?

21 যাতে তুমি সত্য ও নির্ভরযোগ্য কালাম জানতে পার, কেউ তোমাকে পাঠালে তুমি যেন তাকে সত্য উত্তর দিতে পার।

22 দীনহীন বলে তাদের দ্রব্য হরণ করো না, দুঃখীকে তোরণদ্বারে চূর্ণ করো না।

23 কেননা মাবুদ তাদের পক্ষ সমর্থন করবেন, আর যারা তাদের দ্রব্য হরণ করে, তাদের প্রাণ হরণ করবেন।

24 বদরাগী লোকের সঙ্গে বন্ধুতা করো না, ক্রোধীর সঙ্গে যাতায়াত করো না;

25 পাছে তুমি তার আচরণ শিক্ষা কর, নিজের প্রাণের জন্য ফাঁদ প্রস্তুত কর।

26 যারা হাতে তালি দেয় ও ঋণের জামিন হয়, তাদের মধ্যে তুমি এক জন হয়ো না।

27 যদি তোমার পরিশোধের সঙ্গতি না থাকে, তবে গায়ের নিচে থেকে তোমার বিছানা নীত হবে কেন?

28 সীমানার পুরানো চিহ্ন স্থানান্তর করো না, যা তোমার পূর্বপুরুষেরা স্থাপন করেছেন।

29 তুমি কি কোন ব্যক্তিকে তার কাজে খুবই নিপুণ দেখছ? সে বাদশাহ্‌দের সাক্ষাতে দাঁড়াবে, সে নীচ লোকদের সাক্ষাতে দাঁড়াবে না।

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন