হিতোপ 10 - কিতাবুল মোকাদ্দসসোলায়মানের উপদেশ 1 জ্ঞানবান পুত্র পিতার আনন্দজনক, কিন্তু হীনবুদ্ধি পুত্র মাতার খেদজনক। 2 নাফরমানীর ধন কিছুই উপকারী নয়, কিন্তু ধার্মিকতা মৃত্যু থেকে উদ্ধার করে। 3 মাবুদ ধার্মিকের প্রাণ ক্ষুধায় ক্ষীণ হতে দেন না; কিন্তু তিনি দুষ্টদের কামনা দূর করেন। 4 যে শিথিল হাতে কাজ করে, সে দরিদ্র হয়; কিন্তু পরিশ্রমীদের হাত ধনবান করে। 5 যে গ্রীষ্মকালে সঞ্চয় করে, সে বুদ্ধিমান পুত্র; যে শস্য কাটার সময় নিদ্রিত থাকে, সে লজ্জাজনক পুত্র। 6 ধার্মিকের মাথায় বহু দোয়া অর্পিত হয়; কিন্তু দুষ্টদের মুখ জুলুম ঢেকে রাখে। 7 ধার্মিকের স্মৃতি দোয়ার বিষয়; কিন্তু দুষ্টদের নাম পচে যাবে। 8 বিজ্ঞচিত্ত লোক হুকুম গ্রহণ করে, কিন্তু অজ্ঞান বাচাল ধ্বংস হয়ে যাবে। 9 যে সিদ্ধতায় চলে, সে নির্ভয়ে চলে, কিন্তু কুটিল আচরণকারীকে চেনা যাবে। 10 যে চোখ দ্বারা ইঙ্গিত করে, সে দুঃখ দেয়; আর জ্ঞানহীন বাচাল ধ্বংস হয়ে যাবে। 11 ধার্মিকের মুখ জীবনের ফোয়ারা; কিন্তু দুষ্টদের মুখ জুলুম ঢেকে রাখে। 12 ঘৃণা বিবাদের উত্তেজক, কিন্তু মহব্বত সমস্ত অধর্ম আচ্ছাদন করে। 13 জ্ঞানবানের ওষ্ঠাধরে প্রজ্ঞা পাওয়া যায়, কিন্তু বুদ্ধিবিহীনের পিঠের জন্য দণ্ড রয়েছে। 14 জ্ঞানবানেরা জ্ঞান সঞ্চয় করে, কিন্তু অজ্ঞানের মুখ সর্বনাশ ডেকে আনে। 15 ধনবানের ধনই তার দৃঢ় আশ্রয়, দরিদ্রদের দরিদ্রতাই তাদের সর্বনাশ। 16 ধার্মিকের শ্রম জীবনদায়ক, দুর্জনের আয় গুনাহ্জনক। 17 যে শাসন মানে, সে জীবন-পথে চলে; কিন্তু যে তিরস্কার ত্যাগ করে, সে ভ্রান্ত হয়। 18 যে ঘৃণা ঢেকে রাখে, তার ওষ্ঠাধর মিথ্যাবাদী; আর যে দুর্নাম রটায়, সে হীনবুদ্ধি। 19 বেশি কথার মধ্যে অধর্মের অভাব থাকে না; কিন্তু যে ওষ্ঠ দমন করে, সে বুদ্ধিমান। 20 ধার্মিকের জিহ্বা উৎকৃষ্ট রূপার মত, দুষ্টদের অন্তঃকরণ স্বল্পমূল্য। 21 ধার্মিকের ওষ্ঠাধর অনেককে প্রতিপালন করে, কিন্তু অজ্ঞানেরা বুদ্ধির অভাবে মারা পড়ে। 22 মাবুদের দোয়াই ধনবান করে, এবং তিনি তার সঙ্গে মনোদুঃখ দেন না। 23 কুকর্ম করা অজ্ঞানের আমোদ, আর প্রজ্ঞা বুদ্ধিমানের আনন্দ। 24 দুষ্ট যা ভয় করে, তার প্রতি তা-ই ঘটবে; কন্তু ধার্মিকদের বাসনা সফল হবে। 25 যখন ঘূর্ণিবাতাস বয়ে যায়, দুষ্টরা উড়ে যায়; কিন্তু ধার্মিক নিত্যস্থায়ী ভিত্তিমূলস্বরূপ। 26 যেমন দাঁতের পক্ষে অম্লরস ও চোখের পক্ষে ধোঁয়া, তেমনি নিজের প্রেরণকর্তাদের পক্ষে অলস। 27 মাবুদের ভয় আয়ু বৃদ্ধি করে; কিন্তু দুষ্টদের বছর-সংখ্যা হ্রাস পাবে। 28 ধার্মিকদের প্রত্যাশা আনন্দজনক; কিন্তু দুষ্টদের আশ্বাস বিনাশ পাবে। 29 মাবুদের পথ ধার্মিকের পক্ষে দুর্গ, কিন্তু তা দুর্বৃত্তদের পক্ষে সর্বনাশ। 30 ধার্মিক লোক কখনও বিচলিত হবে না; কিন্তু দুষ্টরা দেশে বাস করবে না। 31 ধার্মিকের মুখ প্রজ্ঞার ফলে ফলবান; কিন্তু কুটিল জিহ্বা কেটে ফেলা যাবে। 32 ধার্মিকের ওষ্ঠাধর সন্তোষের বিষয় জানে, কিন্তু দুষ্টদের মুখ কুটিলতামাত্র। |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh