যিহোশূয় 12 - কিতাবুল মোকাদ্দসহযরত মূসা কর্তৃক পরাজিত বাদশাহ্দের তালিকা 1 জর্ডানের পারে সূর্যোদয়ের দিকে বনি-ইসরাইল দেশের যে দুই বাদশাহ্কে আক্রমণ করে তাঁদের দেশ, অর্থাৎ অর্ণোন উপত্যকা থেকে হর্মোন পর্বত পর্যন্ত এবং পূর্ব দিকে অবস্থিত সমস্ত অরাবা সমভূমি, এই দেশ অধিকার করেছিল, সেই দুই বাদশাহ্ এই: 2 হিষবোন-নিবাসী আমোরীয়দের বাদশাহ্ সীহোন; তিনি অর্ণোন উপত্যকার সীমাস্থ অরোয়ের উপত্যকার মধ্যস্থিত নগর থেকে এবং অর্ধেক গিলিয়দ, অম্মোনীয়দের সীমা যব্বোক নদী পর্যন্ত, 3 এবং কিন্নেরৎ হ্রদ পর্যন্ত অরাবা সমভূমিতে, পূর্ব দিকে ও বৈৎ-যিশীমোতের পথে অরাবা সমভূমিস্থ লবণ-সমুদ্র পর্যন্ত, পূর্ব দিকে এবং পিসগা পাহাড়শ্রেণীর ঢালু অংশের নিচ পর্যন্ত দক্ষিণ দেশে রাজত্ব করছিলেন। 4 আর বাশনের বাদশাহ্ উজের অঞ্চল; তিনি অবশিষ্ট রফায়ীয় বংশোদ্ভূত ছিলেন এবং অষ্টারো ও ইদ্রিয়ীতে বাস করতেন; 5 আর হর্মোণ পর্বতে সলখা এবং গশূরীয়দের ও মাখাথীয়দের সীমা পর্যন্ত সমস্ত বাশন দেশে এবং হিষবোনের সীহোন বাদশাহ্র সীমা পর্যন্ত অর্ধেক গিলিয়দ দেশে রাজত্ব করছিলেন। 6 মাবুদের গোলাম মূসা ও বনি-ইসরাইল এদের আক্রমণ করেছিলেন এবং মাবুদের গোলাম মূসা সেই দেশ অধিকার হিসেবে রূবেণীয় ও গাদীয়দের এবং মানশার অর্ধেক বংশকে দিয়েছিলেন। হযরত ইউসা কর্তৃক পরাজিত বাদশাহ্দের তালিকা 7 জর্ডানের এপারে পশ্চিম দিকে লেবাননের উপত্যকাতে অবস্থিত বালগাদ থেকে সেয়ীরগামী হালক পর্বত পর্যন্ত ইউসা ও বনি-ইসরাইল দেশের যে যে বাদশাহ্কে আঘাত করলেন ও ইউসা যাদের দেশ অধিকার হিসেবে নিজ নিজ বিভাগ অনুসারে ইসরাইলের বংশগুলোকে দিলেন, 8 সেসব বাদশাহ্, অর্থাৎ পর্বতময় দেশ, নিম্নভূমি, অরাবা সমভূমি, পর্বত-পার্শ্ব, মরুভূমি ও দক্ষিণাঞ্চল-নিবাসী হিট্টিয়, আমোরীয়, কেনানীয়, পরীষীয়, হিব্বয় ও যিবূষীয় (সকল বাদশাহ্) এই এই। 9 জেরিকোর এক জন বাদশাহ্, বেথেলের নিকটস্থ অয়ের এক জন বাদশাহ্, 10 জেরুশালেমের এক জন বাদশাহ্, হেবরনের এক জন বাদশাহ্, 11 যর্মূতের এক জন বাদশাহ্, লাখীশের এক জন বাদশাহ্, 12 ইগ্লোনের এক জন বাদশাহ্, গেষরের এক জন বাদশাহ্, 13 দবীরের এক জন বাদশাহ্, গেদরের এক জন বাদশাহ্, 14 হর্মার এক জন বাদশাহ্, অরাদের এক জন বাদশাহ্, 15 লিব্নার এক জন বাদশাহ্, অদুল্লমের এক জন বাদশাহ্, 16 মক্কেদার এক জন বাদশাহ্, বেথেলের এক জন বাদশাহ্, 17 তপূহের এক জন বাদশাহ্, হেফরের এক জন বাদশাহ্, 18 অফেকের এক জন বাদশাহ্, লশারোণের এক জন বাদশাহ্, 19 মাদোনের এক জন বাদশাহ্, হাৎসোরের এক জন বাদশাহ্, 20 শিম্রোণ-মরোণের এক জন বাদশাহ্, অকষফের এক জন বাদশাহ্, 21 তানকের এক জন বাদশাহ্, মগিদ্দোর এক জন বাদশাহ্, 22 কেদশের এক জন বাদশাহ্, বাদশাহ্, কর্মিলস্থ যক্মিয়ামের এক জন বাদশাহ্, 23 দোর পাহাড়ী এলাকায় অবস্থিত দোরের এক জন বাদশাহ্, গিলগলস্থ গোয়ীমের এক জন বাদশাহ্, 24 তির্সার এক জন বাদশাহ্; মোট একত্রিশ জন বাদশাহ্। |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh