Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

যিহিষ্কেল 40 - কিতাবুল মোকাদ্দস


নতুন এবাদতখানা-বিষয়ক দর্শন

1 আমাদের নির্বাসনের পঞ্চবিংশ বছরে, বছরের আরম্ভে মাসের দশম দিনে, অর্থাৎ নগর নিপাতিত হবার পরে চতুর্দশ বছরের সেই দিনে, মাবুদ আমার উপরে হস্তার্পণ করলেন ও আমাকে সেই স্থানে উপস্থিত করলেন।

2 তিনি আল্লাহ্‌র দেওয়া দর্শনযোগে আমাকে ইসরাইল দেশে উপস্থিত করলেন ও অতি উঁচু কোন একটি পর্বতে বসালেন; তার উপরে দক্ষিণ দিকে যেন একটি নগরের গাঁথুনি ছিল।

3 তিনি আমাকে সেই স্থানে নিয়ে গেলেন, আর দেখ, এক জন পুরুষ; তাঁর আভা ব্রোঞ্জের আভার মত, তাঁর হাতে কার্পাসের একটি দড়ি ও মাপবার একটি নল ছিল এবং তিনি দ্বারে দাঁড়িয়ে ছিলেন।

4 পরে সেই পুরুষটি আমাকে বললেন, হে মানুষের সন্তান, আমি তোমাকে যা যা দেখাব, সেসব তুমি স্বচক্ষে নিরীক্ষণ কর, স্বকর্ণে শোন ও আমি তোমাকে যা কিছু দেখাব তাতে মনোযোগ দাও, কেননা তোমাকে সেসব দেখাবার জন্যই তোমাকে এই স্থানে আনা হয়েছে; তুমি যা যা দেখবে, তার সকলই ইসরাইল-কুলকে জানাবে।

5 আর দেখ, এবাদতখানার বাইরে চারদিকে একটি প্রাচীর, আর সেই পুরুষের হাতে মাপবার একটি নল, তা ছয় হাত লম্বা, এর প্রত্যেক হাত এক হাত চার আঙ্গুল পরিমিত। পরে তিনি দেয়ালটি মাপলেন; তা চওড়ায় এক নল ও উচ্চতায় এক নল।

6 পরে তিনি পূর্বমূখী দ্বারে আসলেন, তার সিঁড়ি দিয়ে উঠলেন এবং দ্বারের গোবরাটটি মাপলেন; তা চওড়ায় এক নল পরিমিত; এবং অন্য কপাটটিও চওড়ায় এক নল পরিমিত।

7 আর প্রত্যেকটি কক্ষ লম্বায় এক নল ও চওড়ায় এক নল পরিমিত; এক একটির কক্ষের মধ্যে পাঁচ হাত ব্যবধান ছিল; এবং দ্বারের বারান্দার পাশে এবাদতখানার দিকে দ্বারের গোবরাট ছিল, এক নল পরিমিত।

8 আর তিনি এবাদতখানার দিকে দ্বারের বারান্দাটি মাপলেন, তা এক নল হল।

9 পরে তিনি দ্বারের বারান্দা আট হাত এবং তার উপস্তম্ভগুলো দুই হাত মাপলেন; দ্বারের বারান্দা এবাদতখানার দিকে ছিল।

10 আর পূর্বমূখী দ্বারের কক্ষ এক পাশে তিনটি, অন্য পাশের তিনটি ছিল; তিনটির মাপ একই ছিল; এবং এপাশে ওপাশে অবস্থিত উপস্তম্ভগুলোও একই মাপের ছিল।

11 পরে তিনি দ্বারের প্রবেশস্থানের চওড়াটা মাপলেন; তা দশ হাত পরিমিত আর দ্বারের লম্বা তের হাত পরিমিত ছিল।

12 আর বাসাগুলোর সম্মুখে এক হাত পরিমিত প্রান্ত ছিল; এবং অন্য পাশের এক হাত পরিমিত প্রান্ত ছিল; এবং প্রত্যেক বাসা এক পাশে ছয় হাত পরিমিত এবং অন্য পাশে ছয় হাত পরিমিত ছিল।

13 পরে তিনি এক কক্ষের ছাদ থেকে অপর কক্ষের ছাদ পর্যন্ত দ্বারের চওড়া মাপলেন, তা পঁচিশ হাত পরিমিত এবং এক প্রবেশ-দ্বার অপর প্রবেশ-দ্বারের সম্মুখে ছিল।

14 পরে তিনি উপস্তম্ভগুলো ষাট হাত করে ধরলেন; এবং প্রাঙ্গণ উপস্তম্ভগুলো পর্যন্ত বিস্তৃত হল, তার চারদিকে দ্বার ছিল।

15 আর প্রবেশস্থানে দ্বারের অগ্রদেশ থেকে অন্তঃস্থ দ্বারের বারান্দার অগ্রদেশ পর্যন্ত পঞ্চাশ হাত ছিল।

16 আর দ্বারের ভিতরে সমস্ত দিকে কক্ষগুলোর ও তার উপস্তম্ভগুলোর জালবদ্ধ জানালা ছিল এবং তার মণ্ডপগুলোতেও ঐ একই রকম জানালা ছিল; জানালাগুলো ভিতরে চারদিকে ছিল; এবং উপস্তম্ভগুলোতে খেজুর গাছের আকৃতি ছিল।


বাইরের প্রাঙ্গণ

17 পরে তিনি আমাকে বাইরের প্রাঙ্গণে আনলেন; আর দেখ, সেই স্থানে অনেক কুঠরী ও চারদিকে প্রাঙ্গণের জন্য নির্মিত একটি প্রস্তরবাঁধা ভূমি; সেই প্রস্তরবাঁধা ভূমির উপরে ত্রিশটি কুঠরী।

18 সেই প্রস্তরবাঁধা ভূমি দ্বারগুলোর পাশে দ্বারের লম্বা অনুযায়ী ছিল, এটি নিম্নতর প্রস্তরবাঁধা ভূমি।

19 পরে তিনি দ্বারের নিম্নতম অগ্রদেশ থেকে ভিতরের প্রাঙ্গণের অগ্রদেশ পর্যন্ত বাইরে চওড়াটা মাপলেন, পূর্ব দিকে ও উত্তর দিকে তা এক শত হাত।

20 পরে তিনি বাইরের প্রাঙ্গণের উত্তরমুখী দ্বারের লম্বা ও চওড়া মাপলেন।

21 তার বাসা এক পাশে তিনটি ও অন্য পাশে তিনটি এবং তার উপস্তম্ভ ও মণ্ডপগুলোর পরিমাণ প্রথম দ্বারের পরিমাণের মত; লম্বায় পঞ্চাশ হাত ও চওড়ায় পঁচিশ হাত।

22 আর তার জানালা, মণ্ডপ ও খেজুরাকৃতি সকল পূর্বমুখী দ্বারের পরিমাণ অনুরূপ ছিল, লোকেরা সাতটি ধাপ দিয়ে তাতে আরোহণ করতো; তার সম্মুখে তার মণ্ডপ ছিল।

23 আর উত্তরদ্বার ও পূর্বদ্বারের সম্মুখে ভিতরের প্রাঙ্গণের দ্বার ছিল; তিনি এক দ্বার থেকে অন্য দ্বার পর্যন্ত মাপলেন এবং তা এক শত হাত হল।

24 পরে তিনি আমাকে দক্ষিণ দিকে নিয়ে গেলেন, আর দেখ, দক্ষিণ দিকে এক দ্বার; আর তিনি তার উপস্তম্ভ ও মণ্ডপগুলো মাপলেন, তার পরিমাণ আগের পরিমাণের মতই।

25 আর অন্যান্য জানালার মত চারদিকে তার ও তার মণ্ডপগুলোর জানালা ছিল, লম্বায় পঞ্চাশ ও চওড়ায় পঁচিশ হাত।

26 আর তাতে আরোহণ করার সাতটি ধাপ ছিল ও সেগুলোর সম্মুখে তার মণ্ডপ ছিল; এবং তার উপস্তম্ভে এক দিকে একটি ও অন্য দিকে একটি, এরকম দু’টি খেজুরের আকৃতি ছিল।

27 আর দক্ষিণ দিকে ভিতরের প্রাঙ্গণের একটি দ্বার ছিল; পরে তিনি দক্ষিণমুখী এক দ্বার থেকে অন্য দ্বার পর্যন্ত মাপলেন এবং তা একশত হাত ছিল।

28 পরে তিনি আমাকে দক্ষিণ দ্বার দিয়ে ভিতরের প্রাঙ্গণের মধ্যে আনলেন; এবং আগের পরিমাণ অনুসারে দক্ষিণ দ্বার মাপলেন।

29 আর তার কক্ষ, উপস্তম্ভ ও মণ্ডপগুলো ঐ পরিমাণের অনুরূপ ছিল; এবং চারদিকে তার ও তার মণ্ডপের জানালা ছিল; দ্বার লম্বায় পঞ্চাশ হাত ও চওড়ায় পঁচিশ হাত ছিল।

30 আর চারদিকে মণ্ডপ ছিল, তা পঁচিশ হাত লম্বাও পাঁচ হাত চওড়া।

31 আর তার মণ্ডপগুলো বাইরের প্রাঙ্গণের পাশে এবং তার উপস্তম্ভে খেজুর আকৃতি ছিল; এবং তার উপস্তম্ভে খেজুর আকৃতি ছিল; এবং তার সিঁড়ির আটটি ধাপ ছিল।

32 পরে তিনি আমাকে পূর্ব দিকে ভিতরের প্রাঙ্গণের মধ্যে আনলেন; এবং ঐ পরিমাণ অনুসারে দ্বার মাপলেন।

33 তার কক্ষ, উপস্তম্ভ ও মণ্ডপগুলো ঐ পরিমাণের অনুরূপ ছিল; এবং চারদিকে তার ও তার মণ্ডপের জানালা ছিল, লম্বায় পঞ্চাশ হাত ও চওড়ায় পঁচিশ হাত ছিল।

34 আর তার মণ্ডপগুলো বাইরের প্রাঙ্গণের পাশে ছিল এবং এদিকে ওদিকে তার উপস্তম্ভে খেজুর আকৃতি ছিল এবং তার সিঁড়ির আটটি ধাপ ছিল।

35 পরে তিনি আমাকে উত্তরদ্বারে আনলেন; এবং ঐ পরিমাণ অনুসারে তা মাপলেন।

36 তার কক্ষ, উপস্তম্ভ ও মণ্ডপগুলো এবং চারদিকে জানালা ছিল; লম্বায় পঞ্চাশ ও চওড়ায় পঁচিশ হাত ছিল।

37 তার উপস্তম্ভগুলো বাইরের প্রাঙ্গণের পাশে এবং এদিকে ওদিকে উপস্তম্ভে খেজুর আকৃতি ছিল; এবং তার সিঁড়ির আটটি ধাপ ছিল।

38 দ্বারগুলোর উপস্তম্ভের কাছে দ্বারযুক্ত একটি কুঠরী ছিল; সেখানে লোকেরা পোড়ানো-কোরবানী ধুয়ে নিত।

39 আর দ্বারের বারান্দায় এদিকে দুই টেবিল, ওদিকে দুই টেবিল ছিল, তার কাছে পোড়ানো-কোরবানী, গুনাহ্‌ কোরবানী ও দোষ-কোরবানী পশু জবেহ্‌ করা হত।

40 আর দ্বারের পাশে বাইরে উত্তরদ্বারের প্রবেশস্থানে সিঁড়ির কাছে দু’টি টেবিল ছিল, আবার দ্বারের বারান্দার পার্শ্ববর্তী অন্য পাশে দু’টি টেবিল ছিল।

41 দ্বারের পাশে এদিকে চারটি টেবিল, ওদিকে চারটি টেবিল ছিল; সবসুদ্ধ আটটি টেবিল ছিল যার উপরে কোরবানীর যন্ত্রপাতি রাখা হত।

42 আর পোড়ানো-কোরবানীর জন্য চারটি টেবিল ছিল, তা মসৃণ করা পাথর দিয়ে তৈরি এবং দেড় হাত লম্বা, দেড় হাত চওড়া ও এক হাত উঁচু ছিল; পোড়ানো-কোরবানীর ও অন্য কোরবানীর পশু যা দ্বারা জবেহ্‌ করা হত, সেসব অস্ত্র সেখানে রাখা যেত।

43 আর চার আঙ্গুল লম্বা আঁকড়া চারদিকের দেয়ালে মারা ছিল এবং টেবিলগুলোর উপরে উপহারের গোশ্‌ত রাখা যেত।

44 আর ভিতরের দ্বারের বাইরে গায়কদের কুঠরী অন্তঃপ্রাঙ্গণে ছিল, একটি ছিল, উত্তরদ্বারের পাশে, সেটি দক্ষিণমুখী; আর একটি ছিল, পূর্বদ্বারের পাশে, সেটি উত্তরমুখী।

45 পরে তিনি আমাকে বললেন, যে ইমামেরা এবাদতখানার দেখাশোনার কাজ করে, এই দক্ষিণমুখী কুঠরী তাদের হবে।

46 আর যে ইমামেরা কোরবানগাহ্‌র দেখাশোনার কাজ করে, এই উত্তরমুখী কুঠরী তাদের হবে। এরা সাদোকের সন্তান, লেবির সন্তানদের মধ্যে এরাই মাবুদের পরিচর্যা করার জন্য তাঁর কাছে আসে।

47 পরে তিনি সেই প্রাঙ্গণ মাপলেন, তা একশত হাত লম্বা ও একশত হাত চওড়া, চারদিকে সমান ছিল; কোরবানগাহ্‌ এবাদতখানার সম্মুখে ছিল।


বায়তুল-মোকাদ্দসের পরিমাপ

48 পরে তিনি আমাকে এবাদতখানার বারান্দায় নিয়ে গিয়ে সেই বারান্দার উপস্তম্ভগুলো মাপলেন; প্রত্যেকটি এদিকে পাঁচ হাত, ওদিকে পাঁচ হাত পরিমিত; এবং দ্বারের চওড়া এদিকে তিন হাত, ওদিকে তিন হাত পরিমিত ছিল।

49 বারান্দাটি লম্বায় বিশ হাত ও চওড়ায় এগার হাত ছিল; এবং দশ ধাপ দিয়ে লোকে তাতে উঠতো; আর উপস্তম্ভের কাছে এদিকে একটি স্তম্ভ, ওদিকে একটি স্তম্ভ ছিল।

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন