Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

বিলাপ 3 - কিতাবুল মোকাদ্দস


ভক্তের দুঃখ ও বিশ্বাস

1 আমি সেই ব্যক্তি, যে তাঁর ক্রোধের দণ্ডঘটিত দুঃখ দেখেছে।

2 আমাকে তিনি চালিয়েছেন, আর গমন করিয়েছেন, অন্ধকারে, আলোকে নয়।

3 সত্যিই আমার বিরুদ্ধে তিনি তাঁর হাত তুলেছেন; সমস্ত দিন বারে বারে তুলেছেন।

4 তিনি আমার মাংস ও চামড়া শুকিয়ে ফেলেছেন; আমার অস্থিগুলো ভেঙ্গে দিয়েছেন।

5 তিনি আমাকে অবরোধ করেছেন, এবং তিক্ততা ও কষ্ট দ্বারা আমাকে বেষ্টন করেছেন;

6 তিনি আমাকে অন্ধকারে বাস করিয়েছেন, বহুকালের মৃতদের মত করেছেন।

7 তিনি আমার চারদিকে বেড়া দিয়েছেন, আমি বের হতে পারি না; তিনি আমার শিকল ভারী করেছেন।

8 আমি যখন ক্রন্দন ও আর্তনাদ করি, তিনি আমার মুনাজাত অগ্রাহ্য করেন।

9 তিনি খোদাই-করা পাথর দ্বারা আমার পথ রোধ করেছেন, তিনি আমার পথ বাঁকা করেছেন।

10 তিনি আমার পক্ষে লুকিয়ে থাকা ভল্লুক বা অন্তরালে গুপ্ত সিংহস্বরূপ।

11 তিনি আমার পথ বিপথ করেছেন, আমাকে খণ্ড-বিখণ্ড করেছেন, এতিম করেছেন।

12 তিনি তাঁর ধনুকে চাড়া দিয়ে আমাকে তীরের লক্ষ্য করে রেখেছেন।

13 তিনি তাঁর তূণ থেকে তীর নিয়ে আমার মর্মে প্রবেশ করিয়েছেন।

14 আমি হয়েছি স্বজাতীয় সকলের উপহাসের বিষয়, সমস্ত দিন তাদের গানের বিষয়।

15 তিনি আমাকে তিক্ততায় পূর্ণ করেছেন, আমাকে নাগদানায় পূরিত করেছেন।

16 তিনি কঙ্কর দ্বারা আমার দাঁত ভেঙ্গেছেন, আমাকে ভস্মে আচ্ছাদন করেছেন।

17 তুমি আমার প্রাণ শান্তি থেকে দূর করেছ, আমি মঙ্গল ভুলে গিয়েছি।

18 আমি বললাম, আমার বল ও মাবুদতে আমার প্রত্যাশা নষ্ট হয়েছে।

19 আমি স্মরণ করলাম আমার দুঃখ ও আমার দুর্দশা, নাগদানা ও বিষ।

20 আমার প্রাণ নিত্য তা স্মরণে রাখছে, আমার প্রাণ আমার অন্তরে অবসন্ন হচ্ছে।

21 আমি পুনর্বার এই কথা মনে করি, তাই আমার প্রত্যাশা আছে।

22 মাবুদের অটল মহব্বতের গুণে আমরা নষ্ট হই নি; কেননা তাঁর বিবিধ করুণা শেষ হয় নি।

23 নতুন নতুন করুণা প্রতি প্রভাতে! তোমার বিশ্বস্ততা মহৎ।

24 আমার প্রাণ বলে, মাবুদই আমার অধিকার; এজন্য আমি তাঁতে প্রত্যাশা করবো।

25 মাবুদ মঙ্গলস্বরূপ, তাঁর আকাঙক্ষীদের পক্ষে, তাঁর অন্বেষী প্রাণের পক্ষে।

26 মাবুদের উদ্ধারের প্রত্যাশা করা, নীরবে অপেক্ষা করা, এ-ই মঙ্গল।

27 যৌবনকালে জোয়াল বহন করা মানুষের মঙ্গল।

28 সে একাকী বসুক, নীরব থাকুক, কারণ তিনি তার কাঁধে [জোয়াল] রেখেছেন।

29 সে ধুলাতে মুখ দিক, তবে প্রত্যাশা হলে হতেও পারে।

30 সে তার প্রহারকের কাছে গাল পেতে দিক; অপমানে পরিপূর্ণ হোক।

31 কেননা প্রভু চিরতরে পরিত্যাগ করবেন না।

32 যদিও মনস্তাপ দেন, তবুও তাঁর প্রচুর অটল মহব্বত অনুসারে করুণা করবেন।

33 কেননা তিনি অন্তরের সঙ্গে দুঃখ দেন না, মানুষকে শোকার্ত করেন না।

34 লোকে যে দেশের বন্দীদেরকে পদতলে দলিত করে,

35 সর্বশক্তিমানের সম্মুখে মানুষের প্রতি অন্যায় করে,

36 কারো বিবাদের অন্যায় নিষ্পত্তি করে, তা প্রভু দেখতে পারেন না।

37 প্রভু হুকুম না করলে কার কালাম সিদ্ধ হতে পারে?

38 সর্বশক্তিমানের মুখ থেকে কি বিপদ ও সম্পদ দুই বের হয় না?

39 জীবিত মানুষ কেন আক্ষেপ করে, প্রত্যেক ব্যক্তি তার গুনাহ্‌র দণ্ডের জন্য?

40 এসো, আমরা নিজ নিজ পথের সন্ধান ও পরীক্ষা করি, এবং মাবুদের কাছে ফিরে আসি;

41 এসো, হস্তযুগলের সঙ্গে হৃদয়কেও বেহেশত-নিবাসী আল্লাহ্‌র দিকে উত্তোলন করি।

42 আমরা অধর্মও বিদ্রোহাচরণ করেছি; তুমি মাফ কর নি।

43 তুমি ক্রোধে আচ্ছাদন করে আমাদেরকে তাড়না করেছ, হত্যা করেছ, রহম কর নি।

44 তুমি মেঘে নিজেকে আচ্ছাদন করেছ, মুনাজাত তা ভেদ করতে পারে না।

45 তুমি জাতিদের মধ্যে আমাদেরকে জঞ্জাল ও আবর্জনার মত করেছ।

46 আমাদের সমস্ত দুশমন আমাদের বিরুদ্ধে মুখ খুলে হা করেছে।

47 ত্রাস ও খাত, উৎসন্নতা ও ভঙ্গ, আমাদের প্রতি উপস্থিত।

48 আমার জাতিরূপ কন্যার ভঙ্গের কারণে আমার চোখ থেকে পানির ধারা বইছে।

49 আমার চোখ অবিশ্রান্ত অশ্রুতে ভাসছে, বিরাম পায় না,

50 যে পর্যন্ত মাবুদ বেহেশত থেকে হেঁট হয়ে দৃষ্টিপাত না করেন।

51 আমার নগরীর সমস্ত কন্যার বিষয়ে আমি যা দেখতে পাচ্ছি তাতে আমার কাঁদছে।

52 অকারণে যারা আমার দুশমন, তারা আমাকে পাখির মত শিকার করেছে।

53 তারা আমার জীবন কূপে সংহার করেছে, এবং আমার উপরে পাথর নিক্ষেপ করেছে।

54 আমার মাথার উপর দিয়ে পানি বয়ে গেল; আমি বললাম, আমি উচ্ছিন্ন হয়েছি।

55 হে মাবুদ, আমি পাতালের কুয়ার মধ্য থেকে তোমার নামে ডেকেছি।

56 তুমি আমার ফরিয়াদ শুনেছ; আমার নিঃশ্বাস, আমার আর্তনাদ থেকে কান লুকিয়ে রেখো না।

57 যেদিন আমি তোমাকে ডেকেছি, সেই দিন তুমি কাছে এসেছো, বলেছ, ভয় করো না।

58 হে, প্রভু, তুমি আমার প্রাণের সমস্ত ঝগড়া নিষ্পত্তি করেছ; আমার জীবন মুক্ত করেছ।

59 হে মাবুদ, তুমি আমার প্রতি কৃত জুলুম দেখেছ, আমার বিচার নিষ্পত্তি কর।

60 ওদের সমস্ত প্রতিশোধ ও আমার বিরুদ্ধে কৃত সমস্ত সঙ্কল্প তুমি দেখেছো।

61 হে মাবুদ, তুমি ওদের টিটকারি ও আমার বিরুদ্ধে কৃত ওদের সমস্ত সঙ্কল্প শুনেছ;

62 আমার প্রতিরোধীদের মুখের বচন ও আমার বিরুদ্ধে সমস্ত দিন তাদের বক্‌বকানি শুনেছ।

63 তাদের উপবেশন ও উত্থান নিরীক্ষণ কর, আমি তাদের গানস্বরূপ।

64 হে মাবুদ, তুমি তাদের হস্তকৃত কাজ অনুযায়ী প্রতিফল তাদেরকে দেবে।

65 তুমি তাদেরকে অন্তরের জড়তা দেবে, তোমার বদদোয়া তাদের প্রতি বর্তিবে।

66 তুমি তাদেরকে ক্রোধে তাড়না করবে, মাবুদের বেহেশতের নিচে থেকে উচ্ছিন্ন করবে।

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন