Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

পরমগীত 6 - কিতাবুল মোকাদ্দস

1 অয়ি নারীকুল-সুন্দরি! তোমার প্রিয় কোথায় গেছেন? তোমার প্রিয় কোন্‌ দিকের পথ ধরেছেন? আমরা তোমার সঙ্গে তাঁর খোঁজ করবো। ----

2 আমার প্রিয়তম তার উপবনে সুগন্ধি ওষধির বাগানে গেছেন, উপবনে পাল চরাবার জন্য ও লিলি ফুল তুলবার জন্য।

3 আমি আমার প্রিয়েরই ও আমার প্রিয় আমারই; তিনি লিলি ফুলবনে পাল চরান। ----

4 অয়ি মম প্রিয়ে! তুমি তির্সা শহরের মত সুন্দরী, জেরুশালেমের মত রূপবতী, নিশান সহ বাহিনীর মত ভয়ঙ্করী।

5 তুমি আমা থেকে তোমার নয়ন দু’টি ফিরিয়ে নাও, কেননা ওরা আমাকে ব্যাকুল করে তোলে; তোমার কেশপাশ এমন ছাগল পালের মত, যারা গিলিয়দের পাশে শুয়ে থাকে।

6 তোমার দাঁতগুলো ভেড়ীর পালের মত, যারা গোসল করে উঠে এসেছে, যাদের সকলের যমজ বাচ্চা আছে, যাদের মধ্যে একটিও মৃত বাচ্চা নেই।

7 তোমার ঘোমটার মধ্যে তোমার গণ্ডদেশ ডালিম-খণ্ডের মত।

8 যদিও ষাটজন রাণী ও আশিজন উপপত্নী আছে, আর অসংখ্য যুবতী আছে।

9 তবুও আমার ঘুঘু, আমার শুদ্ধমতি অদ্বিতীয়া; সে তার মায়ের একমাত্র মেয়ে, সে তার জননীর স্নেহপাত্রী; তাকে দেখে কন্যারা সুখী বললো, রাণীরা ও উপপত্নীরা তার প্রশংসা করলো। ----

10 উনি কে, যিনি অরুণের মত উদীয়মানা, চন্দ্রের মত সুন্দরী, সূর্যের মত তেজস্বিনী, পতাকাবাহী বাহিনীর মত ভয়ঙ্করী?

11 আমি উপত্যকার নবীন গাছ দেখতে, আঙ্গুরলতা পল্লবিত হয় কি না দেখতে, দেখতে ডালিমের ফুল ফোটে কি না দেখতে, বাদাম গাছের উপবনে নেমে গেলাম।

12 আমি কিছু বুঝবার আগেই আমার বাসনা আমাকে বসিয়ে দিল আমার জাতির রাজকীয় রথের মধ্যে। ----

13 ফেরো ফেরো, অয়ি শূলম্মীয়ে; ফেরো ফেরো, আমরা তোমাকে দেখব। শূলম্মীয়াকে তোমরা কেন দেখবে? মহনয়িমের নৃত্য দেখার মত কেন দেখবে? ----

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন