নহিমিয় 10 - কিতাবুল মোকাদ্দস1 সীলমোহরকারীদের নাম হখলিয়ের পুত্র শাসনকর্তা নহিমিয়া এবং সিদিকিয়, 2 সরায়, অসরিয়, ইয়ারমিয়া, 3 পশহূর, অমরিয়, মল্কিয়, 4 , হটূশ, শবনিয়, মললুক, 5 হারীম, মরেমোৎ, ওবদিয়, 6 দানিয়াল, গিন্নথোন, বারূক, 7 মশুল্লম, অবিয়, মিয়ামীন, 8 মাসিয়, বিল্গয়, শমরিয়, ইমামদের মধ্যে, এসব লোক। 9 আর লেবীয়দের মধ্যে অসনিয়ের পুত্র যেশূয়, হেনাদদের সন্তান বিন্নুয়ী, কদ্মীয়েল; 10 এবং তাহাদের ভাইয়েরা শবনিয়, হোদিয়, কলীট, পলায়, হানন, 11 মীখা, রহোব, হশবিয়, 12 সক্কূর, শেরেবিয়, শবনিয়, 13 হোদীয়, বানি, বনীনু। 14 প্রজাদের মধ্যে প্রধান লোকেরা, পরোশ, পহৎ-মোয়াব, ইলাম, সত্তূ, বানি, 15 বুন্নি, অস্গদ, বেবয়, 16 অদোনিয়, বিগ্বয়, আদীন, 17 আটের, হিষ্কিয়, অসূর, 18 হোদিয়, হশুম, বেৎসয়, 19 হারীফ, অনাথোৎ, নবয়, 20 মগ্পীয়শ, মশুল্লম, হেষীর, 21 মশেষবেল, সাদোক, যদ্দুয়, 22 পলটিয়, হানন, অনায়, 23 হোশেয়, হনানিয়, হশূব, 24 হলোহেশ, পিল্হ, শোবেক, 25 রহূম, হশব্না, মাসেয়, 26 এবং অহিয়, হানন, অনান, 27 মল্লুক, হারীম, বানা। নিয়মের বিষয়বস্তু 28 আর লোকদের অবশিষ্ট লোকেরা, ইমাম, লেবীয়, দ্বারপাল, গায়ক, নথীনীয় প্রভৃতি যেসব লোক নানাদেশীয় জাতিদের থেকে নিজেদেরকে পৃথক করে আল্লাহ্র শরীয়তের পক্ষ হয়েছিল, তারা সকলে, তাদের স্ত্রী ও পুত্র কন্যাদের, জ্ঞানবান ও বুদ্ধিমান সকলে, 29 নিজেদের ভাইদের, নিজেদের প্রধান লোকদের পক্ষে আসক্ত থাকলো এবং শপথ-পূর্বক এই কসম করলো, আমরা আল্লাহ্র গোলাম মূসার মধ্য দিয়ে দেওয়া আল্লাহ্র শরীয়ত-পথে চলবো, আমাদের প্রভু মাবুদের হুকুম, অনুশাসন ও সমস্ত বিধি যত্নপূর্বক পালন করবো; 30 এবং দেশীয় লোকদের সঙ্গে আমাদের কন্যাদের বিয়ে দেব না; ও আমাদের পুত্রদের জন্য তাদের কন্যাদেরকে গ্রহণ করবো না; 31 আর দেশীয় লোকেরা বিশ্রামবারে দ্রব্য বিক্রি করতে আসলে কিংবা খাদ্যদ্রব্য বিক্রি করতে আনলে আমরা বিশ্রামবারে কিংবা অন্য পবিত্র দিনে তাদের কাছ থেকে তা ক্রয় করবো না এবং সপ্তম বছর চাষবাস করবো না, সমস্ত ঋণ মাফ করবো। 32 এছাড়া, আমরা আমাদের আল্লাহ্র গৃহের সেবাকাজের জন্য প্রতি বছর এক এক শেকলের তৃতীয়াংশ দানের ভার নিজেদের উপরে নেবার বিধান করলাম; 33 দর্শন-রুটির, নিয়মিত শস্য-উৎসর্গের, নিয়মিত পোড়ানো-কোরবানীর, বিশ্রামবারের, অমাবস্যার, ঈদগুলোর, পবিত্র বস্তুর ও ইসরাইলের কাফ্ফারার গুনাহ্-কোরবানীর এবং আমাদের আল্লাহ্র গৃহের সমস্ত কাজের জন্য তা করলাম। 34 আর কাঠ যোগান দেবার বিষয়ে, অর্থাৎ শরীয়তের লিখনানুসারে আমাদের আল্লাহ্ মাবুদের কোরবানগাহ্র উপরে জ্বালাবার জন্য আমাদের পিতৃকুল অনুসারে প্রতি বছর নির্ধারিত কালে আমাদের আল্লাহ্র গৃহে কাঠ আনবার বিষয়ে আমরা ইমাম, লেবীয় ও লোকেরা গুলিবাট করলাম; 35 আর আমাদের ভূমিজাত দ্রব্যের অগ্রিমাংশ ও সমস্ত বৃক্ষোৎপন্ন ফলের অগ্রিমাংশ প্রতি বছর মাবুদের গৃহে আনবার; 36 এবং শরীয়তে যেমন লেখা আছে, সেই অনুসারে আমাদের প্রথমজাত পুত্র ও পশুদেরকে আমাদের গরুর পাল ও ভেড়ার পালগুলোর প্রথমজাতদের আল্লাহ্র গৃহে আমাদের আল্লাহ্র গৃহের পরিচর্যাকারী ইমামদের কাছে আনবার; 37 এবং আমাদের ময়দার অগ্রিমাংশ, আমাদের উত্তোলনীয় উপহার ও সমস্ত গাছের ফল, আঙ্গুর-রস ও তেল আমাদের আল্লাহ্র গৃহের কুঠরীগুলোতে ইমামদের কাছে আনবার; এবং আমাদের ভূমিজাত দ্রব্যের দশ ভাগের এক ভাগ লেবীয়দের কাছে আনবার বিষয় স্থির করলাম; কারণ আমাদের সমস্ত কৃষি-নগরে লেবীয়েরাই দশ ভাগের এক ভাগ আদায় করে। 38 আর লেবীয়দের দশ ভাগের এক ভাগ আদায়কালে হারুনের সন্তান ইমাম লেবীয়দের সঙ্গে থাকবে; পরে লেবীয়েরা দশমাংশের দশ ভাগের এক ভাগ আমাদের আল্লাহ্র গৃহে, কুঠরীগুলোতে, ভাণ্ডারগৃহে আনবে। 39 কারণ পবিত্র স্থানের সমস্ত পাত্র এবং পরিচর্যাকারী ইমাম, দ্বারপাল ও গায়কেরা যে স্থানে থাকে, সেসব কুঠরীতে বনি-ইসরাইল ও লেবীয়রা শস্য, আঙ্গুর-রস ও তেলের উত্তোলনীয় উপহার আনবে; এবং আমরা আমাদের আল্লাহ্র এবাদতখানা ত্যাগ করবো না। |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh