Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

দ্বিতীয় বিবরণ 33 - কিতাবুল মোকাদ্দস


বনি-ইসরাইলের প্রতি হযরত মূসার দোয়া

1 আর আল্লাহ্‌র লোক মূসা মৃত্যুর আগে বনি-ইসরাইলকে যে দোয়া করলেন তা এই:

2 তিনি বললেন, মাবুদ সিনাই থেকে আসলেন, সেয়ীর থেকে তাদের প্রতি উদিত হলেন; পারণ পর্বত থেকে তাঁর তেজ প্রকাশ করলেন, অযুত অযুত পবিত্র লোকদের কাছ থেকে আসলেন; তাদের জন্য তাঁর ডান হাতে অগ্নিময় শরীয়ত ছিল।

3 নিশ্চয় তিনি গোষ্ঠীদেরকে মহব্বত করেন, তাঁর পবিত্রগণ সকলে তোমার হস্তগত; তারা তোমার চরণতলে বসলো, প্রত্যেকে তোমার কালাম গ্রহণ করলো।

4 মূসা আমাদেরকে শরীয়ত হুকুম করলেন। তা ইয়াকুবের সমাজের অধিকার।

5 যখন নেতৃবর্গ সমাগত হল, ইসরাইলের সমস্ত বংশ একত্র হল, তখন যিশুরূণে এক জন বাদশাহ্‌ ছিলেন।

6 রূবেণ বেঁচে থাকুক, তার মৃত্যু না হোক, তবুও তার লোক অল্পসংখ্যক হোক।

7 আর এহুদার বিষয়ে তিনি বললেন, হে মাবুদ, এহুদার কান্না শুন, তার লোকদের কাছে তাকে আন; সে স্বহস্তে তার পক্ষে যুদ্ধ করলো, তুমি দুশমনদের বিরুদ্ধে তার সাহায্যকারী হবে।

8 আর লেবির বিষয়ে তিনি বললেন, তোমার সেই ভক্তের সঙ্গে তোমার তুম্মীম ও ঊরীম রয়েছে; যার পরীক্ষা তুমি মঃসাতে করলে, যার সঙ্গে মরীবার পানির কাছে ঝগড়া করলে।

9 সে তার পিতার ও তার মাতার বিষয়ে বললো, আমি তাকে দেখি নি; সে তার ভাইদেরকে স্বীকার করলো না, তার সন্তানদেরকেও চিনলো না; কেননা তারা তোমার কালাম রক্ষা করেছে, এবং তোমার নিয়ম পালন করে।

10 তারা ইয়াকুবকে তোমার অনুশাসন, ইসরাইলকে তোমার শরীয়ত শিক্ষা দেবে; তারা তোমার সম্মুখে ধূপ রাখবে। তোমার কোরবানগাহ্‌র উপরে পূর্ণাহুতি রাখবে।

11 মাবুদ, তার সম্পত্তিতে দোয়া কর, তার হাতের কাজ গ্রাহ্য কর; তাদের কোমরে আঘাত কর, যারা তার বিরুদ্ধে উঠে, যারা তাকে হিংসা করে, যেন তারা আর উঠতে না পারে।

12 বিন্‌ইয়ামীনের বিষয়ে তিনি বললেন, মাবুদের প্রিয় জন তাঁর কাছে নির্ভয়ে বাস করবে; তিনি সমস্ত দিন তাকে আচ্ছাদন করেন, সে তাঁর সন্নিকটে বাস করে।

13 আর ইউসুফের বিষয়ে তিনি বললেন, তার দেশ মাবুদের দোয়াযুক্ত হোক, আসমানের উত্তম উত্তম দ্রব্য ও শিশির দ্বারা, অধোবিস্তীর্ণ জলধি দ্বারা,

14 সূর্যের রশ্মিতে পাকা ফলের উত্তম উত্তম দ্রব্য দ্বারা, চান্দ্র মাসের পালায় পাকা উত্তম উত্তম দ্রব্য দ্বারা,

15 পুরানো পর্বতমালার প্রধান প্রধান দ্রব্য দ্বারা, চিরন্তন পাহাড়গুলোর উত্তম উত্তম দ্রব্য দ্বারা,

16 দুনিয়ার উত্তম উত্তম দ্রব্য ও তৎপূর্ণতা দ্বারা; আর যিনি ঝোপবাসী, তাঁর সন্তোষ হোক; সেই দোয়া অর্পিত হোক ইউসুফের মাথায়; ভাইদের মধ্যে যে মহৎ তারই মাথার তালুতে।

17 তার প্রথমজাত ষাঁড়ের শোভাযুক্ত, তার শিংগুলো বন্য ষাঁড়ের শিং; তা দ্বারা সে দুনিয়ার প্রান্ত পর্যন্ত সমস্ত জাতিকে গুঁতাবে; সেই শিংগুলো হল আফরাহীমের অযুত অযুত লোক, মানশার হাজার হাজার লোক।

18 আর সবূলূনের বিষয়ে তিনি বললেন, সবূলূন! তুমি তোমার যাত্রাতে আনন্দ কর, ইষাখর! তুমি তোমার তাঁবুতে আনন্দ কর।

19 এরা গোষ্ঠীগুলোকে পর্বতে আহ্বান করবে; সেই স্থানে ধার্মিকতার কোরবানী করবে, কেননা এরা সমুদ্রের বহুল দ্রব্য, এবং বালুকণার সমস্ত গুপ্ত ধন শোষণ করবে।

20 আর গাদের বিষয়ে তিনি বললেন, গাদের বিস্তার দোয়াযুক্ত হোক; সে সিংহীর মত বসতি করে,

21 সে নিজের জন্য অগ্রিমাংশ নিরীক্ষণ করলো; কারণ সেখানে অধিপতির অধিকার রক্ষিত হল; আর সে লোকদের নেতৃবর্গের সঙ্গে আসলো; মাবুদের ধার্মিকতা সিদ্ধ করলো, ইসরাইল সম্বন্ধে তাঁর অনুশাসন সিদ্ধ করলো।

22 আর দানের বিষয়ে তিনি বললেন, দান সিংহের বাচ্চা, যে বাশন থেকে লাফ দেয়।

23 আর নপ্তালির বিষয়ে তিনি বললেন, নপ্তালি! তুমি তাঁর সন্তোষে তৃপ্ত, আর মাবুদের দোয়ায় পরিপূর্ণ; তুমি সমুদ্র ও দক্ষিণ অধিকার কর।

24 আর আশেরের বিষয়ে তিনি বললেন, পুত্রদের দ্বারা আশের দোয়াযুক্ত হোক, সে তার ভাইদের কাছে অনুগ্রহের পাত্র হোক, তার পা তেলে ডুবে থাকুক।

25 তোমার অর্গল লোহা ও ব্রোঞ্জের হবে, তোমার যেমন দিন, তেমনি শক্তি হবে।

26 হে যিশুরূণ, আল্লাহ্‌র মত আর কেউ নেই; তিনি তোমার সাহায্যের জন্য আকাশরথে, নিজের গৌরবে আসমান-পথে যাতায়াত করেন।

27 অনাদি আল্লাহ্‌ তোমার বাসস্থান, নিম্নে তাঁর অনন্তস্থায়ী বাহুযুগল; তিনি তোমার সম্মুখ থেকে দুশমনকে দূর করলেন, আর বললেন, বিনাশ কর।

28 তাই ইসরাইল নির্ভয়ে বাস করে, ইয়াকুবের উৎস একাকী থাকে, শস্য ও আঙ্গুর-রসের দেশে বাস করে; আর তার আসমান হতেও শিশির ঝরে পড়ে।

29 হে ইসরাইল! সুখী তুমি, তোমার মত কে আছে? তুমি মাবুদ কর্তৃক উদ্ধার পাওয়া জাতি, তিনি তোমার সাহায্যের ঢাল, তোমার ঔৎকর্ষের তলোয়ার। তোমার দুশমনেরা তোমার কর্তৃত্ব স্বীকার করবে, আর তুমিই তাদের সমস্ত উচ্চস্থলী দলন করবে।

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন