গীত 93 - কিতাবুল মোকাদ্দসজবুর 1 মাবুদ রাজত্ব করেন; তিনি মহিমাতে সজ্জিত; মাবুদ সজ্জিত, তিনি পরাক্রমে বদ্ধকটি; আর দুনিয়াও অটল, তা বিচলিত হবে না। 2 তোমার সিংহাসন পূর্বকাল থেকে অটল; অনাদিকাল থেকে তুমি বিদ্যমান। 3 হে মাবুদ, বন্যার পানিতে গর্জন উঠেছে, সমস্ত নদী নিজ নিজ ধ্বনি উঠিয়েছে, সমস্ত নদী নিজ নিজ তরঙ্গ উঠাচ্ছে। 4 শক্তিশালী পানির কল্লোল-ধ্বনির চেয়ে, সমুদ্রের প্রবল তরঙ্গমালার চেয়ে, ঊর্ধ্বস্থ মাবুদ বলবান। 5 হে মাবুদ, তোমার সমস্ত নির্দেশ অতি বিশ্বাসযোগ্য, চিরদিনের জন্য পবিত্রতা তোমার গৃহের শোভা। |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh