Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

গীত 92 - কিতাবুল মোকাদ্দস


জবুর

1 মাবুদের শুকরিয়া আদায় করা; হে সর্বশক্তিমান, তোমার নামের উদ্দেশে কাওয়ালী করা উত্তম;

2 খুব ভোরে তোমার অটল মহব্বত, ও প্রতিরাত্রে তোমার বিশ্বস্ততা তবলিগ করা উত্তম,

3 দশতন্ত্রী ও নেবলযন্ত্র সহকারে, গম্ভীর বীণা-ধ্বনি সহকারে।

4 কেননা, হে মাবুদ, তুমি তোমার কাজ দ্বারা আমাকে আহ্লাদিত করেছ; আমি তোমার হস্তকৃত সমস্ত কাজে জয়ধ্বনি করবো।

5 হে মাবুদ, তোমার সমস্ত কাজ কেমন মহৎ। তোমার সমস্ত সঙ্কল্প অতি গভীর।

6 নরপশু জানে না, নির্বোধ তা বোঝে না।

7 দুর্বৃত্তরা যখন ঘাসের মত অঙ্কুরিত হয়, অধর্মচারী সকলে যখন উন্নতি লাভ করে, তখন তা তাদের হয়ে থাকে চির-বিনাশের জন্য।

8 কিন্তু হে মাবুদ, তুমি অনন্তকাল ঊর্ধ্ববাসী।

9 কেননা, দেখ, তোমার দুশমনেরা, হে মাবুদ, দেখ, তোমার দুশমনেরা বিনষ্ট হবে; দুর্বৃত্তরা সকলে ছিন্নভিন্ন হবে।

10 কিন্তু তুমি আমার মাথা বন্য ষাঁড়ের শিংগুলোর মত উন্নত করেছ; আমি নব তেলে অভিষিক্ত হয়েছি।

11 আর আমার চোখ আমার দুশমনদের পরিণতি নিরীক্ষণ করেছে; আমার কান আমার বিরোধী দুরাচারদের পরিণতির কথা শুনতে পেয়েছে।

12 ধার্মিক লোক তালতরুর মত উৎফুল্ল হবে, সে লেবাননের এরস গাছের মত বাড়বে।

13 যারা মাবুদের গৃহে রোপিত, তারা আমাদের আল্লাহ্‌র প্রাঙ্গণে উৎফুল্ল হবে।

14 তারা বৃদ্ধ বয়সেও ফল উৎপন্ন করবে, তারা সরস ও তেজস্বী হবে;

15 এর দ্বারা প্রচারিত হবে যে, মাবুদ সরল; তিনি আমার শৈল এবং তাঁতে কোন অন্যায় নেই।

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন