Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

গীত 83 - কিতাবুল মোকাদ্দস


জবুর

1 হে আল্লাহ্‌, মৌন থেকো না; হে আল্লাহ্‌, নীরব ও নিস্তব্ধ হয়ো না।

2 কেননা, দেখ, তোমার দুশমনেরা গর্জন করছে, তোমার বিদ্বেষীরা মাথা তুলেছে।

3 তারা তোমার লোকদের বিরুদ্ধে চক্রান্ত করছে, তোমার সুরক্ষিতদের বিরুদ্ধে পরসপর মন্ত্রণা করছে।

4 তারা বলেছে, এসো, আমরা ওদেরকে উচ্ছিন্ন করি, আর জাতি থাকতে না দিই, যেন ইসরাইলের নাম আর স্মরণে না থাকে।

5 কারণ তারা একচিত্তে মন্ত্রণা করেছে; তারা তোমার বিরুদ্ধে নিয়ম স্থাপন করে।

6 ইদোমের সমস্ত তাঁবু ও ইসমাইলীয়রা, মোয়াবীয়রা ও হাজেরীয়রা,

7 গবাল, অম্মোন ও আমালেক, টায়ার-বাসীদের সঙ্গে ফিলিস্তিনীরা;

8 আসিরিয়রাও তাদের সঙ্গে যোগ দিয়েছে, তারা লূত-সন্তানদের বাহু হয়েছে। [সেলা।]

9 এদের প্রতি তদ্রূপ কর, যেরূপ মাদিয়ানের প্রতি করেছিলে, কীশোন নদীতে যেরূপ সীষরার ও যাবীনের প্রতি করেছিলে;

10 তারা ঐন্‌দোরে বিনষ্ট হল, ভূমির উপরে সারস্বরূপ হল।

11 তুমি এদের প্রধানবর্গকে ওরেব ও সেবের সমান কর, এদের অধিপতি সকলকে সেবহ ও সল্‌মুন্নের সমান কর।

12 এরা বলেছে, এসো, আমরা নিজেদের জন্য আল্লাহ্‌র নিবাসগুলো অধিকার করে নেই।

13 হে আমার আল্লাহ্‌, তুমি এদেরকে ঘূর্ণায়মান ধূলিকণার মত কর, বায়ুর সম্মুখস্থ শুকনো ঘাসের মত কর।

14 যেমন দাবানল বন দগ্ধ করে, যেমন আগুনের শিখা পর্বতরাজি লেহন করে;

15 তদ্রূপ তুমি এদেরকে তোমার ঝটিকায় তাড়না কর, তোমার প্রচণ্ড ঝড় দিয়ে ভীষণ ভয় দেখাও।

16 তুমি এদের মুখ লজ্জায় পরিপূর্ণ কর, যাতে হে মাবুদ, এরা তোমার নামের খোঁজ করে।

17 এরা চিরতরে লজ্জিত হোক ও ভীষণ ভয় পাক, এরা হতাশ ও বিনষ্ট হোক;

18 আর জানুক যে তুমি, যাঁর নাম মাবুদ, একা তুমি সমস্ত দুনিয়ার উপরে সর্বশক্তিমান।

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন