গীত 68 - কিতাবুল মোকাদ্দসজবুর 1 আল্লাহ্ উঠুন, তাঁর দুশমনেরা ছিন্নভিন্ন হোক, তাঁর বিদ্বেষীরা তাঁর সম্মুখ থেকে পালিয়ে যাক। 2 বাতাসে যেমন ধোঁয়া উড়ে যায়, তেমনি তুমি তাদেরকে উড়িয়ে নিয়ে যাও; যেমন আগুনের সম্মুখে মোম গলে যায়, তেমনি আল্লাহ্র সম্মুখে দুষ্টরা বিনষ্ট হোক। 3 কিন্তু ধার্মিকেরা আনন্দ করুক, আল্লাহ্র সাক্ষাতে উল্লাস করুক, তারা আনন্দে আহ্লাদিত হোক। 4 তোমরা আল্লাহ্র উদ্দেশে গজল গাও, তাঁর নামের ঘোষণা কর; যিনি মরুভূমি দিয়ে বাহনে আসছেন, তাঁর জন্য রাজপথ বাঁধ; তাঁর নাম ‘মাবুদ’ (ইয়াহ্), তাঁর সাক্ষাতে উল্লাস কর। 5 আল্লাহ্ তাঁর পবিত্র বাসস্থানে এতিমদের পিতা ও বিধবাদের বিচারকর্তা। 6 আল্লাহ্ সঙ্গীহীনদেরকে পরিবারে মধ্যে বাস করান, তিনি বন্দীদেরকে মুক্ত করে সহিসালামতে রাখেন; কিন্তু বিদ্রোহীরা দগ্ধ ভূমিতে বাস করে। 7 হে আল্লাহ্, তুমি যখন নিজের লোকদের আগে আগে যাচ্ছিলে, যখন শুকনো ভূমি দিয়ে গমন করছিলে, [সেলা।] 8 তখন দুনিয়া কেঁপে উঠলো, আসমান বৃষ্টি ঢেলে দিল; আল্লাহ্র সাক্ষাতে, ঐ সিনাই আল্লাহ্র সাক্ষাতে, আল্লাহ্র সাক্ষাতে, ইসরাইলের আল্লাহ্র সাক্ষাতে। 9 হে আল্লাহ্, তুমি পানির ধারা বর্ষালে, তোমার অধিকার ক্লান্ত হলে তুমিই তা সুস্থির করলে। 10 তোমার লোকবৃন্দ তার মধ্যে বাস করলো; হে আল্লাহ্, তুমি তোমার মঙ্গলভাবে দুঃখীর জন্য আয়োজন করলে। 11 প্রভু কালাম দেন, শুভবার্তার তবলীগকারীরা মহাবাহিনী। 12 সৈন্যবাহিনীদের বাদশাহ্রা পালিয়ে যান, পালিয়ে যান, আর ঘরে থাকা স্ত্রীলোকেরা লুটদ্রব্য ভাগ করে নেয়। 13 তোমরা কি বাথানের মধ্যে শয়ন করবে, রূপায় মোড়া কবুতরের পাখার মত হবে, যার পালক উজ্জ্বল সোনায় মোড়ানো? 14 সর্বশক্তিমান যখন বাদশাহ্দেরকে দেশে ছিন্নভিন্ন করলেন, তখন সল্মোন পর্বতে [যেন] তুষার পড়লো। 15 বাশন পর্বত আল্লাহ্র পর্বত; বাশন পর্বত বহুশৃঙ্গ পর্বত। 16 হে বহুশৃঙ্গ পর্বতমালা, আল্লাহ্ তাঁর নিবাসের জন্য যে পর্বতে প্রীত হয়েছেন, তার প্রতি তোমরা কেন কুটিল দৃষ্টি করছো? অবশ্য মাবুদ চিরকাল সেখানে বাস করবেন। 17 আল্লাহ্র রথ অযুত অযুত ও লক্ষ লক্ষ, প্রভু সেই সবের মধ্যবর্তী; যেমন সিনাইয়ে, তাঁর পবিত্র স্থানে। 18 তুমি ঊর্ধ্বে উঠেছ, বন্দীদেরকে বন্দীদশায় নিয়ে গিয়েছ, মানুষের মধ্যে দান গ্রহণ করেছ; এমন কি, বিদ্রোহীদের মধ্যেও গ্রহণ করেছ, যেন মাবুদ আল্লাহ্ [সেখানে] বাস করেন। 19 মাবুদ ধন্য হোন, যিনি দিন দিন আমাদের ভার বহন করেন; আল্লাহ্ হলেন আমাদের উদ্ধার। [সেলা।] 20 আল্লাহ্ আমাদের পক্ষে উদ্ধারকারী আল্লাহ্; মৃত্যু থেকে উত্তরণ সার্বভৌম মাবুদেরই অধীনে। 21 আল্লাহ্ অবশ্য তাঁর দুশমনদের মাথা ও কুপথগামীর কেশযুক্ত-কপাল চূর্ণ করবেন। 22 প্রভু বললেন, আমি বাশন থেকে পুনর্বার আনবো, সমুদ্রের গভীর তল থেকে [তাদেরকে] পুনর্বার আনবো, 23 যেন তোমার চরণ রক্তে ডুবাতে পার, যেন তোমার কুকুরদের জিহ্বা তোমার দুশমনদের থেকে অংশ পায়। 24 হে আল্লাহ্, লোকে তোমার গমন দেখেছে; পবিত্র স্থানে আমার আল্লাহ্র, আমার বাদশাহ্র, গমন দেখেছে। 25 সম্মুখে গায়করা, পিছনে বাদ্যকররা চললো, বাদ্যবাদিনী কুমারীদের মধ্যস্থানে। 26 জনসমাগমের মধ্যে আল্লাহ্র শুকরিয়া কর; তোমরা, যারা ইসরাইলরূপ ফোয়ারা থেকে উৎপন্ন, তোমরা প্রভুর শুকরিয়া কর। 27 সেখানে আছেন তাদের শাসক কনিষ্ঠ বিন্ইয়ামীন, এহুদার নেতৃবর্গ ও তাদের জনগণ, সবূলূনের নেতৃবর্গ, নপ্তালির নেতৃবর্গ। 28 হে আল্লাহ্, তোমার পরাক্রমকে ডাক, হে আল্লাহ্, তোমার শক্তি দেখাও, যেমন তুমি আমাদের আগে সাধন করেছ, 29 জেরুশালেমে তোমার এবাদতখানা আছে বলে, বাদশাহ্রা তোমার উদ্দেশে উপহার আনবেন। 30 তুমি নল-বনের বন্যপশুকে ভর্ৎসনা কর, জাতিদের বাছুরগুলোকে ও ষাঁড়গুলোকে ভর্ৎসনা কর; তারা প্রত্যেকে বিনীত হয়ে রূপার থান পায়ের তলায় রাখুক; যেসব জাতি যুদ্ধ ভালবাসে, তিনি তাদেরকে ছিন্নভিন্ন করলেন। 31 মিসর থেকে প্রধান প্রধান লোক আসবে; ইথিওপিয়া শীঘ্র আল্লাহ্র কাছে হাত বাড়াবে। 32 হে দুনিয়ার সমস্ত রাজ্য, আল্লাহ্র উদ্দেশে গজল গাও; সেই প্রভুর প্রশংসা গান কর। [সেলা।] 33 যিনি আদিকালীন বেহেশতের বেহেশত দিয়ে রথারোহণে গমন করেন; শোন, তিনি তাঁর কণ্ঠস্বর, পরাক্রান্ত কণ্ঠস্বর পাঠান। 34 আল্লাহ্র পরাক্রম ঘোষণা কর; তাঁর মহিমা ইসরাইলের উপরে, তাঁর পরাক্রম আসমান জুড়ে রয়েছে। 35 হে আল্লাহ্, তুমি তোমার পবিত্র স্থানে ভয়াবহ; ইসরাইলের আল্লাহ্, তিনিই তাঁর লোকদেরকে পরাক্রম ও শক্তি দেন। আল্লাহ্ ধন্য হোন। |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh