গীত 6 - কিতাবুল মোকাদ্দসজবুর 1 হে মাবুদ, ক্রোধে আমাকে ভর্ৎসনা করো না, কোপে আমাকে শাসন করো না। 2 হে মাবুদ আমাকে রহম কর, কেননা আমি ম্লান হয়েছি; হে মাবুদ আমাকে সুস্থ কর, কেননা আমার সমস্ত অস্থি ভয়ে কাঁপছে। 3 আমার প্রাণও ভীষণ ভয় পেয়েছে; আর তুমি, হে মাবুদ, আর কত কাল? 4 হে মাবুদ ফিরে এসো, আমার প্রাণ রক্ষা কর, তোমার অটল মহব্বতের গুণে আমাকে উদ্ধার কর। 5 কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না, পাতালে কে তোমার প্রশংসা করবে? আমি কাতর আর্তনাদ করতে করতে শ্রান্ত হয়েছি; 6 প্রতি রাতে আমি বিছানা ভাসাই, আমি নেত্রজলে পালঙ্ক ভিজাই। 7 মনস্তাপে আমার চোখ ক্ষীণ হচ্ছে; আমার সকল দুশমনের জন্য তা দুর্বল হচ্ছে। 8 হে অধর্মাচারী সকলে, আমা থেকে দূর হও, কেননা মাবুদ আমার কান্নার আওয়াজ শুনেছেন। 9 মাবুদ আমার ফরিয়াদ শুনেছেন; মাবুদ আমার মুনাজাত গ্রাহ্য করবেন। 10 আমার সমস্ত দুশমন লজ্জিত হবে ও ভীষণ ভয় পাবে; তারা ফিরে যাবে, হঠাৎ লজ্জিত হবে। |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh