Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

গীত 59 - কিতাবুল মোকাদ্দস


জবুর

1 হে আমার আল্লাহ্‌, আমার দুশমনদের হাত থেকে আমাকে উদ্ধার কর, আমার দুশমনদের থেকে আমাকে রক্ষা কর।

2 অধর্মচারীদের থেকে আমাকে উদ্ধার কর, রক্তপাতী মানুষের থেকে আমাকে নিস্তার কর।

3 কারণ দেখ, তারা আমার প্রাণের জন্য লুকিয়ে আছে বলবানেরা আমার বিরুদ্ধে একত্র হচ্ছে, হে মাবুদ, আমার অধর্মের জন্য নয়, আমার গুনাহ্‌র জন্য নয়।

4 আমার বিনা অপরাধে তারা দৌড়ে এসে প্রস্তুত হচ্ছে; তুমি আমাকে দেখা দেবার জন্য জাগ্রত হও, দৃষ্টিপাত কর।

5 হে মাবুদ, বাহিনীগণের আল্লাহ্‌, ইসরাইলের আল্লাহ্‌, তুমি সমস্ত জাতিকে প্রতিফল দেবার জন্য উঠ, তুমি কোন অধর্মী বিশ্বাসঘাতকের প্রতি কৃপা করো না। [সেলা।]

6 তারা সন্ধ্যাবেলা ফিরে আসে, কুকুরের মত আওয়াজ করে, নগরের চারদিকে ভ্রমণ করে।

7 দেখ, তারা মুখে বক বক করছে, তাদের ওষ্ঠের মধ্যে তলোয়ার আছে; কেননা তারা বলে, কে শুনতে পায়?

8 কিন্তু হে মাবুদ, তুমি তাদেরকে পরিহাস করবে, তুমি সমস্ত জাতিকে বিদ্রূপ করবে।

9 হে আমার বল, আমি তোমার অপেক্ষা করবো; কেননা আল্লাহ্‌ আমার উচ্চদুর্গ।

10 আমার আল্লাহ্‌ তাঁর অটল মহব্বতে আমার সম্মুখবর্তী হবেন, আল্লাহ্‌ আমার গুপ্ত দুশমনদের দুর্দশা আমাকে দেখাবেন।

11 তুমি তাদেরকে হত্যা করো না, পাছে আমার লোকেরা ভুলে যায়; হে মালিক, আমাদের রক্ষাকারী ঢাল, তোমার শক্তিতে তাদেরকে ছড়িয়ে নিচে ফেল।

12 তাদের মুখের কথা মুখের গুনাহ্‌মাত্র; তাদের বদদোয়া ও মিথ্যা কথার জন্য তারা নিজেদের অহঙ্কারে ধরা পড়ুক,

13 তুমি সংহার কর তাদেরকে, ক্রোধে সংহার কর, যেন তারা আর না থাকে; তারা জানুক, আল্লাহ্‌ ইয়াকুবের মধ্যে কর্তৃত্ব করেন, দুনিয়ার প্রান্ত পর্যন্ত করেন। [সেলা।]

14 তারা সন্ধ্যাবেলা ফিরে আসুক, কুকুরের মত শব্দ করুক, নগরের চারদিকে ভ্রমণ করুক।

15 তারা খাদ্যের চেষ্টায় ঘুরে বেড়াবে, তৃপ্ত না হলে আর্তনাদ করবে।

16 কিন্তু আমি তোমার শক্তির ঘোষণা করবো, তোমার অটল মহব্বতের জন্য খুব ভোরে আনন্দধ্বনি করবো; কেননা তুমি হয়েছ আমার পক্ষে উচ্চদুর্গ, আমার সঙ্কটের দিনে সুদৃঢ় আশ্রয়।

17 হে আমার বল, আমি তোমার উদ্দেশে গজল গাইব, তোমার জন্য গাইব হে আমার আল্লাহ্‌, তুমি আমার উচ্চদুর্গ, তিনি আমার আল্লাহ্‌ যিনি আমার প্রতি অটল মহব্বত প্রকাশ করেন।

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন