গীত 50 - কিতাবুল মোকাদ্দসজবুর 1 আল্লাহ্, মাবুদ আল্লাহ্ কথা বলেছেন, সূর্যের উদয়স্থান থেকে অস্তস্থান পর্যন্ত তিনি দুনিয়াকে আহ্বান করেছেন। 2 সিয়োন থেকে, পরম সৌন্দর্যের স্থান থেকে, আল্লাহ্ দেদীপ্যমান হয়েছেন। 3 আমাদের আল্লাহ্ আসবেন, নীরব থাকবেন না; তাঁর আগে আগুন গ্রাস করবে, তাঁর চারদিকে প্রবল ঝড় বইবে। 4 তিনি ঊর্ধ্বস্থিত বেহশতকে আহ্বান করবেন, দুনিয়াকেও ডাকবেন, স্বীয় লোকদের বিচারের জন্য। 5 আমার বিশ্বস্তদেরকে আমার কাছে একত্র কর, যারা কোরবানী নিয়ে আমার সঙ্গে নিয়ম করেছে। 6 আর বেহেশত তাঁর ধর্মশীলতা ঘোষণা করবে, কেননা আল্লাহ্ স্বয়ং বিচারকর্তা। [সেলা।] 7 হে আমার লোকেরা, শোন, আমি বলি; হে ইসরাইল, শোন, আমি তোমার বিপক্ষে সাক্ষ্য দিই। আমিই আল্লাহ্, তোমার আল্লাহ্। 8 আমি তোমার কোরবানী বিষয়ে তোমাকে ভর্ৎসনা করবো না, তোমার সমস্ত পোড়ানো-কোরবানী সতত আমার সম্মুখে। 9 আমি তোমার বাড়ি থেকে ষাঁড়, তোমার খোঁয়াড় থেকে ছাগল নেব না। 10 কেননা বনের সমস্ত জন্তু আমার, হাজার হাজার পাহাড়ী পশু আমার। 11 আমি পর্বতমালার সমস্ত পাখিকে জানি, মাঠের সমস্ত প্রাণী আমার সম্মুখবর্তী। 12 আমি ক্ষুধিত হলে তোমাকে বলবো না; কেননা দুনিয়া ও তার সমস্তই আমার। 13 আমি কি ষাঁড়ের মাংস ভোজন করবো? আমি কি ছাগলের রক্ত পান করবো? 14 তুমি আল্লাহ্র উদ্দেশে শুকরিয়া উৎসর্গ কর, সর্বশক্তিমানের কাছে তোমার নিজের মানত পূর্ণ কর; 15 আর সঙ্কটের দিনে আমাকে ডেকো; আমি তোমাকে উদ্ধার করবো ও তুমি আমার গৌরব করবে। 16 কিন্তু দুষ্টকে আল্লাহ্ বলেন, আমার বিধি তবলিগ করতে তোমার কি অধিকার? তুমি আমার নিয়ম কেন মুখে এনেছ? 17 তুমি তো শাসন ঘৃণা করে থাক, আমার কালাম তোমার পিছনেই রেখে থাক। 18 চোরকে দেখলে তুমি তার সঙ্গে বন্ধুত্ব করতে, তুমি ব্যভিচারীদের সহভাগী হতে। 19 তুমি মন্দ বিষয়ে মুখ বাড়িয়ে থাক, তোমার জিহ্বা ছল রচনা করে। 20 তুমি বসে নিজের ভাইয়ের বিরুদ্ধে কথা বল, তুমি তোমার সহোদরের নিন্দা করে থাক। 21 তুমি এসব করেছ, আমি নীরব হয়ে রয়েছি; তুমি মনে করেছ, আমি তোমারই মত এক জন; আমি তোমাকে ভর্ৎসনা করবো, ও তোমার সাক্ষাতে সমস্ত কিছু বিন্যাস করবো। 22 তোমরা যারা আল্লাহ্কে ভুলে যাচ্ছ, এই বিবেচনা কর, পাছে আমি তোমাদের বিদীর্ণ করি, আর উদ্ধার করার কেউ না থাকে। 23 যে ব্যক্তি উৎসর্গ হিসেবে আমার কাছে শুকরিয়া নিয়ে আসে, সেই আমার গৌরব করে; যে ব্যক্তি নিজের পথ সরল করে, তাকে আমি আল্লাহ্র উদ্ধার দেখাব। |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh