Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

গীত 47 - কিতাবুল মোকাদ্দস


জবুর

1 হে সমুদয় জাতি, করতালি দাও; আনন্দরবে আল্লাহ্‌র উদ্দেশে জয়ধ্বনি কর।

2 কেননা সর্বশক্তিমান মাবুদ ভয়াবহ, তিনি সমস্ত দুনিয়ার উপরে মহান বাদশাহ্‌।

3 তিনি লোকবৃন্দকে আমাদের অধীন করেন, জাতিদেরকে আমাদের পায়ের তলায় রাখেন।

4 তিনি আমাদের জন্য আমাদের অধিকার মনোনীত করেন; তা ইয়াকুবের গর্বের বিষয়, যাকে তিনি মহব্বত করলেন। [সেলা।]

5 আল্লাহ্‌ জয়ধ্বনির উচ্চরব সহকারে, মাবুদ তূরীধ্বনির উচ্চরব সহকারে, উপরে উঠে গেলেন।

6 আল্লাহ্‌র উদ্দেশে প্রশংসা-গজল কর, প্রশংসা-গজল কর; আমাদের বাদশাহ্‌র উদ্দেশে প্রশংসা-গজল কর, প্রশংসা-গজল কর।

7 কেননা আল্লাহ্‌ সমস্ত দুনিয়ার বাদশাহ্‌; বুদ্ধি সহযোগে তাঁর প্রশংসা-গজল কর।

8 আল্লাহ্‌ জাতিদের উপরে রাজত্ব করেন; আল্লাহ্‌ তাঁর পবিত্র সিংহাসনে উপবিষ্ট।

9 জাতিদের প্রধানেরা একত্রিত হয়েছেন, ইব্রাহিমের আল্লাহ্‌র লোক হিসেবে জমায়েত হয়েছেন; কারণ দুনিয়ার সমস্ত ঢাল আল্লাহ্‌র; তিনি অতিশয় উন্নত।

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন