গীত 41 - কিতাবুল মোকাদ্দসজবুর 1 সুখী সেই জন, যে দীনহীনের প্রতি চিন্তাশীল; বিপদের দিনে মাবুদ তাকে নিস্তার করবেন। 2 মাবুদ তাকে রক্ষা করবেন, জীবিত রাখবেন, দেশে তাকে সুখী বলে ডাকা হবে; তুমি দুশমনদের ইচ্ছার হাতে তাকে তুলে দেবে না। 3 অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে থাকলে মাবুদ তাকে ধরে রাখবেন; তার অসুস্থতার সময়ে তুমি তার সমস্ত বিছানা পরিবর্তন করেছ। 4 আমি বললাম, হে মাবুদ, আমাকে রহম কর, আমার প্রাণ সুস্থ কর, কেননা আমি তোমার বিরুদ্ধাচরণ করে গুনাহ্ করেছি। 5 আমার দুশমনেরা আমার বিরুদ্ধে হিংসার কথা বলে, ‘সে কখন মরবে? কখন তার নাম মুছে যাবে?’ 6 আর যদি কেউ আমাকে দেখতে আসে, তবে সে মিথ্যা কথা বলে; তার হৃদয় তার জন্য অধর্ম সঞ্চয় করে, সে বাইরে গিয়ে তা বলে বেড়ায়। 7 আমার বিদ্বেষীরা সকলে একত্র হয়ে আমার বিরুদ্ধে কানাকানি করে; তারা আমার বিপক্ষে অনিষ্ট কল্পনা করে। 8 তারা চিন্তা করে যে, কোন প্রকার মারাত্মক বিষয় আমাতে লেগেছে, আমি পড়ে আছি, আর উঠতে পারব না।’ 9 আমার যে বন্ধু আমার বিশ্বাসের পাত্র ছিল, সে আমার রুটি খেত, সে আমার বিরুদ্ধে পাদমূল উঠিয়েছে। 10 হে মাবুদ, তুমি আমার প্রতি রহম কর, আমাকে উঠাও, যেন আমি ওদের প্রতিফল দিই। 11 আমি এতেই জানি যে তুমি আমাতে প্রীত, কেননা আমার দুশমন আমার জন্য আর জয়ধ্বনি করে না, 12 তুমি আমার সিদ্ধতায় আমাকে ধরে রেখেছ, এবং চিরতরে তোমার সাক্ষাতে স্থাপন করেছ। 13 মাবুদ, ইসরাইলের আল্লাহ্, ধন্য হোন, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত। আমিন ও আমিন। |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh