গীত 31 - কিতাবুল মোকাদ্দসজবুর 1 হে মাবুদ, আমি তোমারই আশ্রয় নিয়েছি; আমাকে কখনও লজ্জিত হতে দিও না; তোমার ধর্মশীলতায় আমাকে উদ্ধার কর। 2 আমার দিকে কান দাও; আমাকে উদ্ধার করতে তাড়াতাড়ি এসো; আমার আশ্রয়-শৈল হও, আমার নিস্তারের জন্য দুর্গগৃহ হও। 3 কেননা তুমিই আমার শৈল ও আমার দুর্গ; তাই তোমার নামের অনুরোধে আমাকে পথ দেখিয়ে গমন করাও। 4 আমাকে সেই জাল থেকে উদ্ধার কর, যা লোকে আমার জন্য গোপনে পেতেছে, কেননা তুমিই আমার দৃঢ় আশ্রয়। 5 আমি তোমার হাতে আমার রূহ্ তুলে দিই; হে মাবুদ, সত্যের আল্লাহ্, তুমি আমাকে মুক্ত করেছ। 6 যারা অসার মূর্তি মানে, তাদের আমি ঘৃণা করি; আর আমি মাবুদের উপর নির্ভর করি। 7 আমি তোমার অটল মহব্বতে উল্লাস ও আনন্দ করবো, কেননা তুমি আমার দুঃখ দেখেছ, তুমি দুর্দশাকালে আমার প্রাণের তত্ত্ব নিয়েছ। 8 তুমি আমাকে দুশমনদের হাতে তুলে দাও নি, প্রশস্ত ভূমিতে আমার চরণ স্থাপন করেছ। 9 হে মাবুদ, আমাকে রহম কর, কেননা আমি বিপদগ্রস্ত; মনোদুঃখে আমার নয়ন, প্রাণ ও দেহ শীর্ণ হচ্ছে। 10 কারণ শ্রান্তিতে আমার জীবন ও দীর্ঘ নিশ্বাসে আমার বয়স অতিবাহিত হল, আমার অপরাধের দরুন আমার শক্তি লোপ পাচ্ছে, আর আমার অস্থি শীর্ণ হল। 11 আমার সকল দুশমন কাছে আমি নিন্দাস্পদ, আমার প্রতিবেশীদের কাছে অতিশয় নিন্দাপাত্র, ও আমার পরিচিতদের কাছে ভয়ঙ্কর হয়েছি; পথে আমাকে দেখে লোকেরা পালিয়ে গেছে। 12 মৃত ব্যক্তির মত লোকে আমাকে ভুলে গেছে, আমি নষ্ট হয়ে যাওয়া পাত্রের মত হলাম। 13 কেননা আমি অনেকের কৃত অপবাদ শুনেছি, চারদিকেই ভয়; তারা আমার বিরুদ্ধে একত্র হয়ে মন্ত্রণা করেছে। আমার প্রাণনাশ করার সঙ্কল্প করেছে। 14 কিন্তু, হে মাবুদ, আমি তোমার উপরে নির্ভর করলাম; আমি বললাম, তুমিই আমার আল্লাহ্। 15 আমার সময়গুলো তোমার হাতে রয়েছে; আমার দুশমনদের হাত থেকে, আমার তাড়নাকারীদের থেকে, আমাকে উদ্ধার কর। 16 তোমার গোলামের প্রতি তোমার মুখ উজ্জ্বল কর, তোমার অটল মহব্বতে আমাকে নিস্তার কর। 17 হে মাবুদ, আমাকে লজ্জিত হতে দিও না, কেননা আমি তোমাকে ডেকেছি; দুষ্টরা লজ্জিত হোক, পাতালে নীরব হোক। 18 সেই মিথ্যাবাদী সমস্ত ওষ্ঠাধর বোবা হোক, যারা ধার্মিকের বিপক্ষে অহংকারের কথা বলে, অহঙ্কার ও তুচ্ছজ্ঞান সহকারে বলে। 19 আহা! তোমার দেওয়া মঙ্গল কেমন মহৎ, যা তুমি তোমার ভয়কারীদের জন্য সঞ্চয় করেছ, তোমার মধ্যে আশ্রয় গ্রহণকারীদের পক্ষে সাধন করেছ, আর তা করেছ সকলের সাক্ষাতে। 20 তুমি মানুষের কুমন্ত্রণা থেকে তাদেরকে তোমার উপস্থিতির অন্তরালে সঙ্গোপনে রাখবে, জিহ্বাগুলোর বিরোধ থেকে তাদেরকে আশ্রমের মধ্যে লুকিয়ে রাখবে। 21 মাবুদ ধন্য হোন, কেননা তিনি দৃঢ় নগরে আমার প্রতি আশ্চর্য অটল মহব্বত প্রকাশ করলেন। 22 আমি অধৈর্য হয়ে বলেছিলাম, আমি তোমার নয়নগোচর থেকে বিচ্ছিন্ন, কিন্তু তোমার উদ্দেশে আর্তনাদ করলে তুমি আমার ফরিয়াদ শুনলে। 23 হে মাবুদের সমস্ত পবিত্র লোক, তোমরা তাঁকে মহব্বত কর; মাবুদ বিশ্বস্ত লোকদেরকে রক্ষা করেন, কিন্তু অহংকারীকে অনেক প্রতিফল দেন। 24 হে মাবুদের অপেক্ষাকারী সকলে, সাহস কর, তোমাদের অন্তঃকরণ সবল হোক। |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh