গীত 29 - কিতাবুল মোকাদ্দসজবুর 1 হে বেহেশতী সত্তাগুলো, মাবুদের গৌরব ঘোষণা কর; মাবুদের গৌরব ও পরাক্রমের ঘোষণা কর। 2 মাবুদের উদ্দেশে তাঁর নামের গৌরব ঘোষণা কর; পবিত্র শোভায় মাবুদের কাছে সেজ্দা কর। 3 পানির উপরে মাবুদের কণ্ঠস্বর; গৌরবান্বিত আল্লাহ্ বজ্রনাদ করছেন, মাবুদ বিপুল জলরাশির উপরে বিদ্যমান। 4 মাবুদের কণ্ঠস্বর শক্তিবিশিষ্ট; মাবুদের কণ্ঠস্বর মহিমান্বিত। 5 মাবুদের কণ্ঠস্বর এরস গাছ ভেঙ্গে ফেলছে; মাবুদই লেবাননের এরস গাছ খণ্ড-বিখণ্ড করছেন। 6 তিনি গরুর বাছুরের মত তাদেরকে নাচাচ্ছেন, লেবানন ও শিবিয়োনকে বন্য ষাঁড়ের বাচ্চার মত নাচাচ্ছেন। 7 মাবুদের কণ্ঠস্বরে আসমানে বিদ্যুতের ঝলকানী সৃষ্টি হয়। 8 মাবুদের কণ্ঠস্বর মরুভূমিকে কম্পমান করছে; মাবুদ কাদেশের মরুভূমিকে কম্পমান করছেন। 9 মাবুদের কণ্ঠস্বর হরিণীদেরকে প্রসব করাচ্ছে, বনরাজিকে পত্রহীন করাচ্ছে; আর তাঁর বায়তুল মোকাদ্দসে সবাই বলছে, “আল্লাহ্র গৌরব।” 10 মহাবন্যার উপরে মাবুদই বাদশাহ্; মাবুদ চিরকালের তরে বাদশাহ্র সিংহাসনে বসেছেন। 11 মাবুদ নিজের লোকদের বল দেবেন; মাবুদ তাঁর লোকদের শান্তি দিয়ে দোয়া করবেন। |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh