Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

গীত 17 - কিতাবুল মোকাদ্দস


জবুর

1 হে মাবুদ, ন্যায় আবেদন শোন, আমার কাতরোক্তিতে মনোযোগ দাও, আমার মুনাজাতে কান দাও; তা ছলনার ওষ্ঠাধর থেকে বের হয়।

2 তোমার সাক্ষাতে আমার বিচার নিষ্পত্তি হোক; যা ন্যায্য, তার প্রতি তোমার দৃষ্টি পড়ুক।

3 তুমি আমার অন্তর পরীক্ষা করেছ, রাতের বেলায় আমার তত্ত্বানুসন্ধান করেছ, তুমি আমাকে পরীক্ষা করেছ, কিছু পাও নি; আমি স্থির করলাম, আমার মুখ গুনাহ্‌ করবে না।

4 মানুষ যে সব কাজ করে তা না করে, তোমার মুখের কালামের সাহায্যে, আমি দুর্জনের পথ থেকে সাবধান হয়েছি।

5 আমার পদক্ষেপ তোমার পথে স্থির রয়েছে, আমার চরণ বিচলিত হয় নি।

6 আমি তোমাকে ডাকলাম, কেননা, হে আল্লাহ্‌, তুমি আমাকে উত্তর দেবে; আমার প্রতি কান দাও, আমার কথা শোন।

7 তোমার আশ্চর্য অটল মহব্বত প্রকাশ কর; যারা তোমার মধ্যে আশ্রয় নেয় তুমি তাদের নিস্তারকর্তা, দুশমনদের থেকে তোমার ডান হাত দ্বারাই নিস্তার করে থাক।

8 নয়নের তারার মত আমাকে পাহারা দাও, তোমার পাখার ছায়াতে আমাকে সঙ্গোপন কর,

9 দুষ্টদের থেকে কর, যারা আমাকে নষ্ট করে, প্রাণনাশক দুশমনদের থেকে রক্ষা কর, যারা আমাকে বেষ্টন করে।

10 তারা সমবেদনার প্রতি নিজ নিজ অন্তর বন্ধ করে রেখেছে, তারা মুখে অহঙ্কারের কথা বলে।

11 এখন তারা আমাদের পিছন পিছন এসে আমাদেরকে ঘেরিয়াছে, তারা আমাদেরকে ভূমিসাৎ করবে বলে চোখ স্থির রেখেছে।

12 সে বিদারণ করতে উৎসুক কেশরীর মত, অন্তরালে উপবিষ্ট যুবসিংহের মত।

13 হে মাবুদ, উঠ, তাকে প্রতিরোধ কর, তাকে পেড়ে ফেল, তোমার তলোয়ার দ্বারা দুষ্ট লোক থেকে আমার প্রাণ বাঁচাও।

14 হে মাবুদ, তোমার হাত দিয়ে মানুষের হাত থেকে, সাংসারিক মানুষের থেকে, আমাকে বাঁচাও, তাদের উত্তরাধিকার তো এই জীবনে; তুমি নিজের ধনে তাদের উদর পূর্ণ করছো; তারা সন্তানে তৃপ্ত হয়, নিজ নিজ শিশুদের জন্য তাদের অবশিষ্ট সম্পত্তি রেখে যায়।

15 আমি তো ধার্মিকতায় তোমার মুখ দর্শন করবো, জেগে উঠে তোমার রূপ দেখে তৃপ্ত হব।

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন