গীত 150 - কিতাবুল মোকাদ্দসজবুর 1 মাবুদের প্রশংসা হোক! আল্লাহ্র পবিত্র স্থানে তাঁর প্রশংসা কর; তাঁর শক্তির শূন্যস্থানে তাঁর প্রশংসা কর। 2 তাঁর কুদরতি-কাজগুলোর জন্য তাঁর প্রশংসা কর; তাঁর অপার মহিমার জন্য তাঁর প্রশংসা কর। 3 তূরীধ্বনিসহ তাঁর প্রশংসা কর; নেবল ও বীণাযন্ত্রে তাঁর প্রশংসা কর। 4 তবল ও নৃত্যযোগে তাঁর প্রশংসা কর; তারযুক্ত যন্ত্র ও বাঁশীর আওয়াজে তাঁর প্রশংসা কর; 5 সুশ্রাব্য করতালযোগে তাঁর প্রশংসা কর; উচ্চধ্বনি করতালযোগে তাঁর প্রশংসা কর। 6 শ্বাসবিশিষ্ট সকলেই মাবুদের প্রশংসা করুক! মাবুদের প্রশংসা হোক। |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh