গীত 149 - কিতাবুল মোকাদ্দসজবুর 1 মাবুদের প্রশংসা হোক! মাবুদের উদ্দেশে নতুন গজল গাও; বিশ্বস্ত লোকদের সমাজে তাঁর প্রশংসা গাও। 2 ইসরাইল তাঁর নির্মাণকর্তাতে আনন্দ করুক, সিয়োন-সন্তানেরা নিজেদের বাদশাহ্তে উল্লসিত হোক। 3 তারা নৃত্যযোগে তাঁর নামের প্রশংসা করুক, তবল ও বীণাযোগে তাঁর প্রশংসা গান করুক; 4 কেননা মাবুদ তাঁর লোকদের প্রতি প্রীত, তিনি নম্রদেরকে বিজয়ে ভূষিত করবেন। 5 বিশ্বস্ত লোকেরা গৌরবে উল্লসিত হোক; তারা নিজ নিজ বিছানায় আনন্দগান করুক। 6 তাদের কণ্ঠে আল্লাহ্র উঁচু প্রশংসা, তাদের হাতে দ্বিধার তলোয়ার থাকুক; 7 যেন তারা জাতিদেরকে প্রতিফল দেয়, লোকবৃন্দকে শাস্তি দেয়; 8 যেন তাদের বাদশাহ্দেরকে শিকলে, তাদের মান্যগণ্যকে লোহার বেড়ী দিয়ে বাঁধে; 9 যেন তাদের বিরুদ্ধে লেখা বিচার নিষ্পন্ন করে; এ-ই হল তাঁর সমস্ত ভক্তের গৌরব। মাবুদের প্রশংসা হোক! |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh