গীত 148 - কিতাবুল মোকাদ্দসজবুর 1 মাবুদের প্রশংসা হোক! বেহেশত থেকে মাবুদের প্রশংসা কর; ঊর্ধ্বস্থানে তাঁর প্রশংসা কর। 2 হে তাঁর সমস্ত ফেরেশতা, তাঁর প্রশংসা কর; হে তাঁর সমস্ত বাহিনী, তাঁর প্রশংসা কর। 3 হে সূর্য ও চন্দ্র, তাঁর প্রশংসা কর; হে উজ্জ্বল সমস্ত তারা, তাঁর প্রশংসা কর। 4 হে উচ্চতম বেহেশত, তাঁর প্রশংসা কর। হে আসমানের উপরের জলরাশি, তোমরাও তাঁর প্রশংসা কর। 5 এরা মাবুদের নামের প্রশংসা করুক, কেননা তিনি হুকুম করলেন, আর এরা সৃষ্ট হল; 6 তিনি চিরকালের জন্য তাদেরকে স্থাপন করেছেন, তিনি একটি নিয়ম দিয়েছেন, কেউ তা ভাঙ্গতে পারবে না। 7 দুনিয়া থেকে মাবুদের প্রশংসা কর, হে প্রকাণ্ড জলচরগুলো ও সমস্ত জলধি; 8 আগুন ও শিলা, তুষার ও বাষ্প, তাঁর হুকুম পালন-করা প্রচণ্ড বায়ু; 9 পর্বতরাজি ও সমস্ত উপপর্বত, ফলের গাছগুলো ও সমস্ত এরস গাছ; 10 বন্য পশুদের ও সমস্ত গৃহপালিত পশু; সরীসৃপ ও উড়ে বেড়ানো সমস্ত পাখি; 11 দুনিয়ার বাদশাহ্রা ও সমস্ত জাতি; শাসনকর্তারা ও দুনিয়ার সকল বিচারকর্তা; 12 যুবকও যুবতীরা; বৃদ্ধ লোকেরা ও বালক-বালিকারা; 13 সকলে মাবুদের নামের প্রশংসা করুক, কেননা কেবল তাঁরই নাম উন্নত, তাঁর গৌরব দুনিয়া ও বেহেশতের উপরে স্থাপিত। 14 আর তিনি তাঁর লোকদের জন্য একটি শৃঙ্গ উত্তোলন করেছেন, তাঁর সমস্ত ভক্তের জন্য প্রশংসা কর, বনি-ইসরাইলদের জন্য তাঁর প্রশংসা কর, যারা তাঁর কাছের লোক। মাবুদের প্রশংসা হোক! |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh