গীত 147 - কিতাবুল মোকাদ্দসজবুর 1 মাবুদের প্রশংসা হোক! কেননা আমাদের আল্লাহ্র প্রশংসা-গান করা উত্তম; তা মনোহর ও প্রশংসার উপযুক্ত। 2 মাবুদ জেরুশালেম গাঁথেন, তিনি ইসরাইলের দূরীকৃতদের সংগ্রহ করেন। 3 তিনি ভগ্নচিত্তদেরকে সুস্থ করেন, তাদের সমস্ত ক্ষত বেঁধে দেন। 4 তিনি তারাগুলোর সংখ্যা গণনা করেন, সকলের নাম ধরে তাদের ডাকেন। 5 আমাদের প্রভু মহান ও অতিশয় শক্তিমান; তাঁর বুদ্ধির সীমা নেই। 6 মাবুদ নম্রদেরকে সুস্থির রাখেন, তিনি দুষ্টদেরকে ভূমিতে ছুড়ে ফেলেন। 7 তোমরা স্তবসহ মাবুদের উদ্দেশে গজল গাও, বীণাযন্ত্রে আমাদের আল্লাহ্র প্রশংসা গাও। 8 তিনি মেঘমালায় আসমান আচ্ছন্ন করেন, তিনি দুনিয়ার জন্য বৃষ্টি প্রস্তত করেন, তিনি পর্বতমালার উপরে ঘাস জন্মাতে দেন। 9 তিনি পশুকে তার খাদ্য দেন, দাঁড়কাকের বাচ্চাগুলোকে দেন, যারা ডেকে উঠে। 10 ঘোড়ার বলে তিনি আনন্দ করেন না, পুরুষের চরণের শক্তিতেও সন্তুষ্ট হন না। 11 মাবুদ তাদের উপর সন্তুষ্ট, যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে, যারা তাঁর অটল মহব্বতের অপেক্ষায় থাকে। 12 হে জেরুশালেম, মাবুদের গুণ ঘোষণা কর; হে সিয়োন, তোমার আল্লাহ্র প্রশংসা কর। 13 কেননা তিনি তোমার দ্বারের সমস্ত অর্গল দৃঢ় করে দিয়েছেন, তিনি তোমার মধ্যে তোমার সন্তানদেরকে দোয়া করেছেন। 14 তিনি তোমার পরিসীমা শান্তিময় করেন, তিনি উৎকৃষ্ট গম দিয়ে তোমাকে তৃপ্ত করেন। 15 তিনি দুনিয়াতে তাঁর হুকুম পাঠান, তাঁর কালাম বেগে ধাবমান হয়। 16 তিনি ভেড়ার লোমের মত তুষার দেন, তিনি ভস্মের মত নীহার ছড়িয়ে দেন। 17 তিনি খণ্ড খণ্ড করে তাঁর শিলাবৃষ্টি পাঠান; তাঁর শীতের সম্মুখে কে দাঁড়াতে পারে? 18 তিনি তাঁর কালাম পাঠিয়ে সেই সমস্ত গলিয়ে ফেলেন, তিনি তাঁর বায়ু বহালে পানি প্রবাহিত হয়। 19 তিনি জানান ইয়াকুবকে তাঁর কালাম, ইসরাইলকে তাঁর বিধি ও অনুশাসনগুলো। 20 তিনি আর কোন জাতির জন্য এরকম করেন নি, তাঁর সমস্ত অনুশাসন তারা জানে নি। মাবুদের প্রশংসা হোক! |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh