গীত 146 - কিতাবুল মোকাদ্দসজবুর 1 মাবুদের প্রশংসা হোক! হে আমার প্রাণ, মাবুদের প্রশংসা কর। 2 আমি সারা জীবন মাবুদের প্রশংসা করবো; আমি যত কাল বেঁচে থাকি, আমার আল্লাহ্র প্রশংসা গান করবো। 3 তোমরা ভরসা করো না রাজন্যগণে, বা কোন মানুষের উপর, যার কাছে কোন সাহায্য নেই। 4 তার নিশ্বাস বের হয়ে গেলে সে মাটিতে ফিরে যায়; সেই দিনেই তার সমস্ত সঙ্কল্প নষ্ট হয়। 5 সুখী লোকেরা যাদের সহায় ইয়াকুবের আল্লাহ্, যাদের আশাভূমি মাবুদ, তাদের আল্লাহ্। 6 তিনি নির্মাণ করেছেন আসমান ও দুনিয়া, সমুদ্র ও তার মধ্যে যা কিছু আছে; তিনি অনন্তকাল বিশ্বাস রক্ষা করেন। 7 তিনি নির্যাতিতদের পক্ষে ন্যায়বিচার করেন, তিনি ক্ষুধিতদের খাদ্য দান করেন; মাবুদ বন্দীদের মুক্ত করেন। 8 মাবুদ অন্ধদের চোখ খুলে দেন; মাবুদ অবনতদের তুলে ধরেন; মাবুদ ধার্মিকদের মহব্বত করেন। 9 মাবুদ বিদেশীদের উপর দৃষ্টি রাখেন; তিনি এতিম ও বিধবাকে সুস্থির রাখেন, কিন্তু দুষ্টদের পথ বাঁকা করেন। 10 মাবুদ অনন্তকাল রাজত্ব করবেন; তোমার আল্লাহ্, হে সিয়োন, পুরুষানুক্রমে রাজত্ব করবেন। মাবুদের প্রশংসা হোক! |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh