গীত 142 - কিতাবুল মোকাদ্দসজবুর 1 আমি চিৎকার করে মাবুদের কাছে কান্নাকাটি করি, আমি চিৎকার করে মাবুদের কাছে ফরিয়াদ করি। 2 আমি তাঁর কাছে আমার দুঃখের কথা ভেঙ্গে বলি, তাঁকে আমার সঙ্কটের কথা জানাই। 3 আমার রূহ্ যখন আমার মধ্যে অবসন্ন হয়েছিল, তখন তুমিই আমার পথ জানতে; আমার চলার পথে শত্রুরা গোপনে আমার জন্য ফাঁদ পেতেছে। 4 আমার দক্ষিণে নিরীক্ষণ করে দেখ, আমাকে চেনে এমন কেউই নেই, আমার আশ্রয় বিনষ্ট হল; কেউই আমার প্রাণের যত্ন নেয় না। 5 আমি তোমার কাছে কাঁদলাম, হে মাবুদ, আমি বললাম, তুমিই আমার আশ্রয়, তুমি জীবিতদের দেশে আমার অধিকার। 6 আমার কাতরোক্তিতে মনযোগ দাও, কেননা আমি অতিশয় ক্ষীণ হয়েছি; আমার তাড়নাকারীদের থেকে আমাকে নিস্তার কর; কেননা আমার চেয়ে তারা বলবান। 7 কারাগার থেকে আমার প্রাণকে বের করে আন, যেন আমি তোমার নামের শুকরিয়া করি; ধার্মিকেরা আমার চারদিকে জমায়েত হবে, কেননা তুমি আমার মঙ্গল করবে। |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh