Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

গীত 135 - কিতাবুল মোকাদ্দস


জবুর

1 মাবুদের প্রশংসা হোক! মাবুদের নামের প্রশংসা কর, হে মাবুদের গোলামেরা, তোমরা তাঁর প্রশংসা কর;

2 তোমরা, যারা মাবুদের গৃহে দাঁড়িয়ে থাক, আমাদের আল্লাহ্‌র গৃহ-প্রাঙ্গণে দাঁড়িয়ে থাক।

3 মাবুদের প্রশংসা কর, কেননা মাবুদ মঙ্গলময়; তাঁর নামের উদ্দেশে কাওয়ালী কর, কেননা তা মনোহর।

4 কারণ মাবুদ তাঁর জন্য ইয়াকুবকে, নিজস্ব অধিকার বলে ইসরাইলকে মনোনীত করেছেন।

5 আমি তো জানি, মাবুদ মহান, আমাদের প্রভু সমস্ত দেবতার চেয়ে মহান।

6 মাবুদ যা ইচ্ছা করেছেন, তা-ই করেছেন, আসমানে, দুনিয়াতে, সমুদ্রগুলোতে ও সমস্ত জলধি-মধ্যে করেছেন।

7 তিনি দুনিয়ার প্রান্ত থেকে বাষ্প উত্থাপন করেন, তিনি বৃষ্টির জন্য বিদ্যুৎ উৎপন্ন করেন, তাঁর ভাণ্ডার থেকে বায়ু বের করে আনেন।

8 তিনি মিসরের প্রথমজাতদের আঘাত করেছিলেন, মানুষ ও পশু উভয়ের মধ্যে।

9 হে মিসর! তিনি তোমার মধ্যে চিহ্ন ও লক্ষণমালা পাঠিয়েছিলেন, ফেরাউনের ও তাঁর সমস্ত গোলামের বিরুদ্ধে।

10 তিনি আঘাত করেছিলেন বড় বড় জাতিকে, হত্যা করেছিলেন বিক্রমী বাদশাহ্‌দেরকে;

11 আমোরীয়দের বাদশাহ্‌ সীহোনকে, বাশনের বাদশাহ্‌ ওগকে ও কেনানের সমস্ত রাজ্যকে।

12 তিনি তাদের দেশ অধিকার হিসেবে দিলেন, নিজের লোক ইসরাইলের অধিকার হিসেবে দিলেন।

13 হে মাবুদ, তোমার নাম অনন্তকালস্থায়ী, হে মাবুদ, পুরুষানুক্রমে লোকেরা তোমাকে স্মরণ করবে।

14 কারণ মাবুদ তাঁর লোকদের বিচার করবেন, তাঁর গোলামদের উপরে সদয় হবেন।

15 জাতিদের সমস্ত মূর্তি রূপা ও সোনার তৈরি, সেগুলো মানুষের হাতের কাজ।

16 মুখ থাকতেও তারা কথা বলে না; চোখ থাকতেও দেখতে পায় না;

17 কান থাকতেও শুনতে পায় না; তাদের মুখে শ্বাসমাত্রও নেই।

18 যেমন তারা, তেমনি হবে তাদের নির্মাতারা, আর যে কেউ সেগুলোর উপর নির্ভর করে।

19 হে ইসরাইলের কুল, মাবুদের শুকরিয়া আদায় কর; হে হারুনের কুল, মাবুদের শুকরিয়া আদায় কর;

20 হে লেবির কুল, মাবুদের শুকরিয়া আদায় কর; হে মাবুদের ভয়কারীরা, মাবুদের শুকরিয়া আদায় কর।

21 মাবুদ ধন্য হোন সিয়োন থেকে, তিনি জেরুশালেমে বাস করেন। মাবুদের প্রশংসা হোক!

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন