Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

গীত 13 - কিতাবুল মোকাদ্দস


জবুর

1 কত কাল, মাবুদ, আমাকে নিয়ত ভুলে থাকবে? কত কাল আমা থেকে তোমার মুখ লুকিয়ে রাখবে?

2 কত কাল আমি প্রাণের মধ্যে ব্যথা বহন করবো, অন্তরের মধ্যে বিষাদকে সারা দিন রাখব? কত কাল দুশমন আমার উপরে প্রবল থাকবে?

3 হে মাবুদ, আমার আল্লাহ্‌, দৃষ্টিপাত কর, আমাকে উত্তর দাও; আমার চোখ আলোকময় কর, পাছে আমি মৃত্যু-নিদ্রায় নিদ্রিত হই;

4 পাছে দুশমন বলে, আমি তাকে জয় করেছি; পাছে আমি বিচলিত হলে দুশমনরা উল্লাস করে।

5 কিন্তু আমি তোমার অটল মহব্বতে নির্ভর করেছি; আমার অন্তর তোমার উদ্ধারে উল্লসিত হবে।

6 আমি মাবুদের উদ্দেশে গজল গাইব, কেননা তিনি আমার মঙ্গল করেছেন।

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন