Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

গীত 129 - কিতাবুল মোকাদ্দস


জবুর

1 আমার বাল্যকাল থেকে লোকে আমার উপর অনেক জুলুম করেছে, —ইসরাইল এই কথা বলুক—

2 আমার বাল্যকাল থেকে লোকে আমার উপর অনেক জুলুম করেছে, তবুও আমার উপরে জয়ী হতে পারে নি।

3 কৃষকেরা আমার আমার পিঠ চষে ফেলেছে, তারা দীর্ঘ সীতা কেটেছে।

4 মাবুদ ধর্মময়; তিনি দুষ্টদের বাঁধন কেটে ফেলেছেন।

5 সেই সকলে লজ্জিত হোক, পিছু হটে যাক, যারা সিয়োনকে হিংসা করে।

6 তারা ছাদের উপরিস্থ ঘাসের মত হোক, যা বৃদ্ধি পেতে না পেতেই শুকিয়ে যায়;

7 শস্যকর্তনকারী তাতে নিজের মুঠি ভরতে পারে না, আঁটিবন্ধনকারী তার কোঁচড়ও পূর্ণ করতে পারে না।

8 আর পথিকেরা বলে না, মাবুদের দোয়া তোমাদের প্রতি বর্তুক! আমরা মাবুদের নামে তোমাদের দোয়া করি।

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন