গীত 125 - কিতাবুল মোকাদ্দসজবুর 1 যারা মাবুদের উপর নির্ভর করে, তারা সিয়োন পর্বতের মত, যা অটল ও চিরস্থায়ী। 2 জেরুশালেমের চারদিকে পর্বতমালা আছে, আর মাবুদ তাঁর লোকদের চারদিকে আছেন, এখন থেকে অনন্তকাল পর্যন্ত আছেন। 3 কেননা নাফরমানীর রাজদণ্ড ধার্মিকদের অধিকারের উপরে থাকবে না, যেন ধার্মিকেরা অন্যায়ে হস্তক্ষেপ না করে। 4 হে মাবুদ! তাদের মঙ্গল কর, যারা মঙ্গল স্বভাবের, সরলচিত্তদের মঙ্গল কর। 5 কিন্তু যারা নিজেদের বাঁকা পথ অনুসরণ করে, মাবুদ তাদেরকে দুর্বৃত্তদের সহপথিক করবেন। ইসরাইলের উপরে শান্তি বর্তুক। |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh