Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

গীত 124 - কিতাবুল মোকাদ্দস


জবুর

1 যদি মাবুদ আমাদের সপক্ষ না হতেন, —ইসরাইল এই কথা বলুক—

2 যদি মাবুদ আমাদের সপক্ষ না হতেন, যখন লোকেরা আমাদের বিরুদ্ধে উঠেছিল,

3 তখন তারা আমাদেরকে জীবতাবস্থায় গ্রাস করতো, যখন আমাদের প্রতি তাদের ক্রোধ প্রজ্বলিত হত।

4 তখন পানি আমাদেরকে প্লাবিত করতো, স্রোত আমাদের প্রাণের উপর দিয়ে বয়ে যেত;

5 তখন প্রচণ্ড জলোচ্ছাস আমাদের প্লাবিত করে বয়ে যেত।

6 মাবুদ ধন্য হোন, তিনি আমাদেরকে ওদের সম্মুখে খাদ্য হিসেবে তুলে দেন নি।

7 আমাদের প্রাণ ব্যাধের ফাঁদ থেকে পাখির মত রক্ষা পেয়েছে; ফাঁদ ছিঁড়েছে, আর আমরা রক্ষা পেয়েছি।

8 মাবুদের নামে আমাদের সাহায্য, তিনি আসমান ও দুনিয়ার নির্মাণকর্তা।

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন