গীত 114 - কিতাবুল মোকাদ্দসজবুর 1 ইসরাইল যখন বের হয়ে আসল মিসর থেকে, ইয়াকুবের বংশ পরভাষী লোক থেকে, 2 তখন এহুদা হল আল্লাহ্র পবিত্র স্থান, ইসরাইল হল তাঁর রাজ্য। 3 তা দেখে সমুদ্র পালিয়ে গেল, জর্ডান নদীর পানি উজানে বইল। 4 পর্বতমালা লাফ দিল ভেড়ার মত, উপপর্বতগুলো লাফ দিল ভেড়ার বাচ্চার মত। 5 তোমার কি হল, সমুদ্র, তুমি কেন পালালে? জর্ডান নদী, তুমি কেন উজানে বইলে? 6 পর্বতমালা, তোমরা কেন লাফ দিলে ভেড়ার মত? উপপর্বতগুলো, তোমরা কেন লাফ দিলে ভেড়ার বাচ্চার মত? 7 দুনিয়া! তুমি কেঁপে ওঠ, প্রভুর সাক্ষাতে, ইয়াকুবের আল্লাহ্র সাক্ষাতে। 8 তিনি শৈলকে পরিণত করলেন জলাশয়ে, চকমকি প্রস্তরকে পানির ফোয়ারায়। |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh