গীত 113 - কিতাবুল মোকাদ্দসজবুর 1 তোমরা মাবুদের প্রশংসা কর। হে মাবুদের গোলামেরা, প্রশংসা কর, মাবুদের নামের প্রশংসা কর। 2 ধন্য মাবুদের নাম, এখন থেকে অনন্তকাল পর্যন্ত। 3 সূর্যের উদয়স্থান থেকে তার অস্তস্থান পর্যন্ত মাবুদের নাম প্রশংসনীয়। 4 মাবুদ সর্বজাতির উপরে অবস্থিত, তাঁর গৌরব আসমানের উপরে উন্নত। 5 কে আমাদের আল্লাহ্ মাবুদের মত? তিনি ঊর্ধ্বে সমাসীন; 6 তিনি অবনত হয়ে দৃষ্টিপাত করেন আসমানে ও দুনিয়াতে। 7 তিনি ধূলি থেকে দীনহীনকে তোলেন, সারের ঢিবি থেকে দরিদ্রকে উঠান; 8 যেন তিনি তাকে বসিয়ে দেন কুলীনদের সঙ্গে, আপন লোকদেরই কুলীনদের সঙ্গে। 9 তিনি বন্ধ্যাকে গৃহিণী করেন, নিজের পুত্রদের আনন্দময়ী মা করেন। মাবুদের প্রশংসা হোক! |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh