Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

গীত 105 - কিতাবুল মোকাদ্দস


জবুর

1 মাবুদের প্রশংসা-গজল কর, তাঁর নামে ডাক, জাতিদের মধ্যে তাঁর সমস্ত কাজের কথা জানাও।

2 তাঁর উদ্দেশে গজল গাও, তাঁর প্রশংসা গান কর, তাঁর সকল অলৌকিক কাজ ধ্যান কর।

3 তাঁর পবিত্র নামের গর্ব কর; যারা মাবুদের খোঁজ করে তাদের অন্তর আনন্দ করুক।

4 মাবুদের ও তাঁর শক্তির অনুসন্ধান কর, নিয়ত তাঁর উপস্থিতির খোঁজ কর।

5 স্মরণ কর তাঁর কৃত সমস্ত অলৌকিক কাজ, তাঁর অদ্ভুত লক্ষণ ও তাঁর উচ্চারিত সমস্ত শাসন;

6 হে তাঁর গোলাম ইব্রাহিমের বংশ, হে ইয়াকুবের সন্তানেরা, তাঁর মনোনীত লোকেরা।

7 তিনি মাবুদ, আমাদের আল্লাহ্‌, তাঁর সমস্ত শাসন সারা দুনিয়াতে বিদ্যমান।

8 তিনি তাঁর নিয়ম চিরকাল স্মরণ করেন, সেই কালাম তিনি হাজার হাজার প্রজন্মের প্রতি হুকুম করেছেন;

9 সেই নিয়ম তিনি ইব্রাহিমের সঙ্গে করলেন, সেই শপথ ইস্‌হাকের কাছে করলেন;

10 তিনি তা ইয়াকুবের জন্য বিধি বলে, ইসরাইলের জন্য চিরকালীন নিয়ম হিসেবে দাঁড় করালেন।

11 তিনি বললেন, আমি তোমাকে কেনান দেশ দেব, তা-ই তোমাদের উত্তরাধিকারের জন্য তোমার অংশ।

12 তৎকালে তারা সংখ্যাতে বেশি ছিল না, তারা অল্পই ছিল, এবং সেখানে প্রবাসী ছিল।

13 তারা এক জাতি থেকে অন্য জাতির কাছে, এক রাজ্য থেকে অন্য লোকবৃন্দের কাছে ঘুরে বেড়াত।

14 তিনি কোন মানুষকে তাদের প্রতি জুলুম করতে দিতেন না, বরং তাদের জন্য বাদশাহ্‌দেরকে অনুযোগ করতেন;

15 ‘আমার অভিষিক্ত ব্যক্তিদের স্পর্শ করো না, আমার নবীদের অপকার করো না।’

16 আর তিনি দেশে দুর্ভিক্ষ আহ্বান করলেন, খাদ্যরূপ সমস্ত লাঠি ভেঙ্গে ফেললেন।

17 তিনি তাদের আগে এক পুরুষকে পাঠালেন, ইউসুফকে গোলাম হিসেবে বিক্রি করা হল।

18 লোকে বেড়ী দ্বারা তাঁর চরণকে কষ্ট দিল; তাঁর প্রাণ লোহার শিকলে তিনি বাঁধা পড়লো।

19 তিনি যা বলেছেন যতদিন তা সফল না হল, ততদিন মাবুদের কালাম তাঁকে পরীক্ষা করতে থাকলো।

20 বাদশাহ্‌ লোক পাঠিয়ে তাঁকে ছেড়ে দিলেন, জাতিদের শাসনর্কতা তাঁকে মুক্ত করলেন।

21 তিনি তাঁকে নিজের বাড়ির কর্তা করলেন, তাঁর সমস্ত সম্পত্তির মালিক করলেন,

22 যেন তিনি তাঁর কর্মকর্তাদেরকে ইচ্ছানুসারে নির্দেশ প্রদান করেন, ও তাঁর প্রধান ব্যক্তিবর্গকে জ্ঞান প্রদান করেন।

23 আর ইসরাইল মিসরে উপস্থিত হলেন, ইয়াকুব হামের দেশে প্রবাস করলেন।

24 আল্লাহ্‌ নিজের লোকদের অতিশয় বংশবৃদ্ধি করলেন, দুশমনদের থেকে তাদেরকে বলবান করলেন।

25 তিনি ওদের অন্তর এমনভাবে ফিরালেন যে, ওরা তাঁর লোকদেরকে ঘৃণা করলো, তাঁর গোলামদের প্রতি ধূর্ততার ব্যবহার করলো।

26 তিনি পাঠালেন তাঁর গোলাম মূসা ও হারুনকে, যাঁকে তিনি মনোনীত করেছিলেন।

27 তাঁরা ওদের মধ্যে তাঁর নানা চিহ্ন, হামের দেশে নানা অদ্ভুত লক্ষণ দেখালেন।

28 তিনি অন্ধকার পাঠালেন, আর অন্ধকার হল; তাঁরা তাঁর কালামের বিরুদ্ধাচরণ করলেন না।

29 তিনি ওদের পানি রক্তে পরিণত করলেন, ওদের সমস্ত মাছ মেরে ফেললেন।

30 ওদের দেশ ব্যাঙে পরিপূর্ণ হল, ওদের বাদশাহ্‌দের অন্তঃপুরে তা প্রবেশ করলো।

31 তিনি বললেন, আর ডাঁশ মাছির ঝাঁক এল, পিশুরা এল ওদের সমস্ত অঞ্চলে।

32 তিনি ওদেরকে বৃষ্টির পরিবর্তে শিলা দিলেন, ওদের দেশে শিখাযুক্ত আগুন বর্ষণ করলেন।

33 আর তিনি ওদের আঙ্গুরলতা ও ডুমুরগাছে আঘাত করলেন, ওদের অঞ্চলের গাছ ভেঙ্গে ফেললেন।

34 তিনি বললেন, আর পঙ্গপাল এল, অসংখ্য পতঙ্গ এল।

35 তারা ওদের দেশের সমস্ত ওষধি গ্রাস করলো, ওদের ভূমির ফল খেয়ে ফেললো।

36 আর তিনি ওদের দেশে প্রথমজাত সকলকে, ওদের সমস্ত শক্তির প্রথম ফলকে, আঘাত করলেন।

37 পরে তিনি লোকদেরকে রূপা ও সোনার সঙ্গে বের করে আনলেন, তাঁর গোষ্ঠীগুলোর মধ্যে এক জনও হোঁচট খায় নি।

38 তারা প্রস্থান করলে মিসর আনন্দ করলো, কারণ ওরা তাদের থেকে ত্রাসযুক্ত হয়েছিল।

39 তিনি চন্দ্রাতপের জন্য মেঘ বিস্তার করলেন, তিনি রাত আলোকময় করার জন্য আগুন দিলেন।

40 তারা যাচ্ঞা করলে তিনি ভারুই পাখি আনালেন, এবং বেহেশতী খাদ্যে তাদেরকে তৃপ্ত করলেন।

41 তিনি শৈল খুলে দিলেন, পানি প্রবাহিত হল; তা নদী হয়ে শুকনো ভূমিতে প্রবাহিত হল।

42 কারণ তিনি তাঁর পবিত্র কালাম স্মরণ করলেন, তাঁর গোলাম ইব্রাহিমকে স্মরণ করলেন।

43 তিনি তাঁর লোকদেরকে আনন্দ সহ, নিজের মনোনীত লোকদেরকে সঙ্গীতের সঙ্গে বের করে আনলেন।

44 তিনি তাদেরকে জাতিদের দেশ দিলেন, তারা লোকবৃন্দের শ্রম ফলের অধিকারী হল,

45 যেন তারা তাঁর সমস্ত বিধি পালন করে, তাঁর ব্যবস্থা রক্ষা করে। মাবুদের প্রশংসা হোক!

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন