Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

গীত 101 - কিতাবুল মোকাদ্দস


জবুর

1 আমি রহম ও ন্যায়বিচারের বিষয় গাইব; হে মাবুদ, তোমারই প্রশংসা গান করবো।

2 আমি বিবেচনাপূর্বক সিদ্ধপথে গমন করবো; তুমি কবে আমার কাছে আসবে? আমার গৃহমধ্যে আমি হৃদয়ের সিদ্ধতায় চলবো।

3 আমি কোন জঘন্য পদার্থ চোখের সামনে রাখবো না, আমি বিপথগামীদের কাজ ঘৃণা করি, তা আমাতে লিপ্ত হবে না।

4 কুটিল অন্তঃকরণ আমা থেকে দূরে থাকবে; নাফরমানীর সঙ্গে আমার পরিচয় হবে না।

5 যে জন গোপনে প্রতিবেশীর অপবাদ দেয়, তাকে আমি উচ্ছেদ করবো; যার অহংকারী দৃষ্টি ও গর্বিত হৃদয়, তাকে সহ্য করবো না।

6 দেশের বিশ্বস্ত লোকদের প্রতি আমার দৃষ্টি থাকবে; তারা আমার সঙ্গে বাস করবে; যে সিদ্ধ পথে চলে, সেই আমার পরিচারক হবে;

7 প্রতারণাকারী আমার গৃহমধ্যে বাস করবে না; মিথ্যাবাদী আমার চোখের সামনে স্থির থাকবে না।

8 প্রতি প্রভাতে আমি দেশস্থ সকল দুষ্টকে বিনষ্ট করবো; যেন সমস্ত দুর্বৃত্তকে মাবুদের নগর থেকে উচ্ছিন্ন করি।

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন