Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

ইয়োব 8 - কিতাবুল মোকাদ্দস


বিল্‌দদের প্রথম কথা: আইউবের তওবা করা উচিত

1 পরে শূহীয় বিল্‌দদ জবাবে বললেন,

2 তুমি কতক্ষণ এসব বলবে? তোমার মুখের কথা প্রচণ্ড ঝটিকার মত বইবে?

3 আল্লাহ্‌ কি বিচারবিরুদ্ধ কাজ করেন? সর্বশক্তিমান কি ন্যায়বিচার বিকৃত করেন?

4 তোমার সন্তানেরা যদি তাঁর বিরুদ্ধে গুনাহ্‌ করে থাকে, আর তিনি তাদেরকে তাদের অধর্মের হাতে তুলে দিয়ে থাকেন,

5 তুমিই যদি সযত্নে আল্লাহ্‌র খোঁজ কর, সর্বশক্তিমানের কাছে যদি সাধ্যসাধনা কর,

6 যদি নির্মল ও সরল হও, তবে তিনি এখনও তোমার জন্য জাগবেন, ও তোমার ধর্মনিবাস শান্তিযুক্ত করবেন।

7 তাতে তোমার প্রথম অবস্থা ক্ষুদ্র বোধ হবে, তোমার অন্তিম দশা অতিশয় উন্নত হবে।

8 আরজ করি, তুমি পূর্বকালীন লোককে জিজ্ঞাসা কর, তাদের পিতৃগণের অনুসন্ধান-ফলে মনোযোগ কর।

9 কেননা আমরা গতকালের লোক, কিছুই জানি না; দুনিয়াতে আমাদের আয়ু ছায়াস্বরূপ।

10 ওরা কি তোমাকে শিক্ষা দেবে না ও তোমাকে বলবে না? ওদের অন্তঃকরণ থেকে কি এই কথা বের হবে না?

11 “কাদা মাটি ছাড়া কি নল বৃদ্ধি পেতে পারে? নল-খাগ্‌ড়া কি পানি ছাড়া বাড়তে পারে?

12 যখন তা তেজস্বী থাকে, কাটা না যায়, তখন অন্য সকল ঘাসের আগে শুকিয়ে যায়।

13 যারা আল্লাহ্‌কে ভুলে যায়, সেই সবের একই গতি; আল্লাহ্‌বিহীন লোকের আশা বিনষ্ট হয়।

14 তার ভরসা উচ্ছিন্ন হয়, তার আশ্রয় মাকড়সার জালমাত্র।

15 সে তার বাড়িতে নির্ভর করবে, কিন্তু তা স্থির থাকবে না, সে শক্ত করে ধরলেও তা থাকবে না।

16 সে সূর্যের সাক্ষাতে সতেজ থাকে, বাগানে তার কোমল শাখা ছড়িয়ে যায়।

17 প্রস্তররাশিতে তার শিকড় জড়িত হয়, সে পাথরের মধ্যে বেঁচে থাকে,

18 তবু যখন সে স্বস্থান থেকে উৎপাটিত হয়, তখন সেই স্থান তাকে অস্বীকার করে বলবে, আমি তো তোমাকে দেখি নি।

19 দেখ, এই তার সুখের পথগুলো; পরে ধূলি থেকে অন্যেরা উঠবে।”

20 দেখ, আল্লাহ্‌ সিদ্ধকে পরিত্যাগ করেন না, আর তিনি দুর্বৃত্তদের হাত ধরে রাখেন না।

21 এখনও তিনি তোমার মুখ হাসিতে পূর্ণ করবেন, তোমার ওষ্ঠাধর হর্ষধ্বনিতে পূর্ণ করবেন।

22 তোমার বিদ্বেষীরা লজ্জিত হবে, দুষ্টদের বাসস্থান বিনষ্ট হবে।

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন