Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

ইয়োব 6 - কিতাবুল মোকাদ্দস


হযরত আইউবের জবাব: আমার অভিযোগ ন্যায্য

1 পরে আইউব জবাবে বললেন,

2 হায় যদি আমার মনস্তাপ ওজন করা হত! যদি আমার বিপদ নিক্তিতে মাপা যেত!

3 তবে তা সমুদ্রের বালির চেয়েও ভারী হত, এজন্য আমার কথা অসংলগ্ন হয়ে পড়ে।

4 কারণ সর্বশক্তিমানের সমস্ত তীর আমার ভিতরে প্রবিষ্ট, আমার রূহ্‌ সেই সবের বিষ পান করছে, আল্লাহ্‌র ত্রাসদল আমার বিরুদ্ধে শ্রেণীবদ্ধ।

5 বন্য গাধা ঘাস পেলে কি চিৎকার করে? গরু জাব পেলে কি ডাকা-ডাকি করে?

6 যার স্বাদ নেই, তা কি লবণ বিনা ভোজন করা যায়? ডিম্বের লালার কি কিছু স্বাদ আছে?

7 আমার প্রাণ যা স্পর্শ করতে অসম্মত, তা-ই আমার ঘৃণিত ভক্ষ্যস্বরূপ হল।

8 আঃ! আমি যেন বাঞ্ছনীয় বিষয় পেতে পারি, আল্লাহ্‌ যেন আমার আকাঙ্খার বিষয় আমাকে দেন,

9 হ্যাঁ, আল্লাহ্‌ অনুগ্রহ করে আমাকে চূর্ণ করুন, হাত প্রসারণ করে আমাকে কেটে ফেলুন;

10 তবু তখনও আমার সান্ত্বনা থাকবে, নির্মম যাতনায়ও আমি উল্লাস করবো, কারণ আমি পবিত্রতমের সমস্ত কালাম অস্বীকার করি নি।

11 আমার শক্তি কি যে, প্রতীক্ষা করতে পারি, আমার পরিণাম কি যে, সহিষ্ণু হতে পারি?

12 আমার শক্তি কি পাথরের শক্তি? আমার মাংস কি ব্রোঞ্জের?

13 আমার দ্বারা কি আমার আর উপকার হতে পারে? আমা থেকে কি বুদ্ধিকৌশল দূরীভূত হয় নি?

14 শীর্ণ লোকের প্রতি বন্ধুর দয়া করা কর্তব্য, পাছে সে সর্বশক্তিমানের ভয় ত্যাগ করে।

15 আমার ভাইয়েরা স্রোতের মতই বিশ্বাসঘাতক, তারা স্রোতমার্গস্থ প্রণালীর মত চঞ্চল।

16 সেই স্রোত তুষারের দরুন কালো রংয়ের হয়, তুষার পড়ে তার মধ্যে বিলীন হয়;

17 কিন্তু উত্তপ্ত হওয়া মাত্র তা লুপ্ত হয়, গ্রীষ্ম কালে স্বস্থান থেকে তা শুকিয়ে যায়।

18 সেই পথের বণ্‌িকদল পথ ছাড়ে, তারা মরুস্থানে গিয়ে বিনষ্ট হয়।

19 টেমার বণ্‌িকদল দৃষ্টিপাত করলো, সাবার পথিকদল সেই সবের অপেক্ষা করলো।

20 তারা প্রত্যাশা করাতে লজ্জিত হল, সেখানে আসলে তারা হতাশ হল।

21 বস্তুত এখন তোমরা কিছুই নও; ত্রাস দেখে ভয় পেয়েছ।

22 আমি কি বলেছিলাম, আমাকে কিছু দাও, তোমাদের সঙ্গতি থেকে আমার জন্য উপহার দাও,

23 বিপক্ষের হাত থেকে আমাকে নিস্তার কর, দুর্দান্তদের হাত থেকে আমাকে মুক্ত কর!

24 আমাকে শিক্ষা দাও, আমি নীরব হব; আমাকে বুঝিয়ে দাও, কিসে আমি ভুল করেছি।

25 ন্যায্য কথা কেমন শক্তিশালী! কিন্তু তোমাদের তর্কে কি দোষ ব্যক্ত হয়?

26 তোমরা কি শব্দের দোষ ধরবার সঙ্কল্প করছো? নিরাশ ব্যক্তির কথা তো বায়ুর মত।

27 তোমরা তো এতিমের জন্য গুলিবাঁট করবে, তোমাদের বন্ধুকে বিক্রি করবে।

28 এখন অনুগ্রহ করে আমার প্রতি দৃষ্টিপাত কর, আমি তোমাদের সাক্ষাতে মিথ্যা বলবো না।

29 তোমরা ফিরে যাও, অন্যায় করো না; আমি বলি, ফিরে যাও, আমি ন্যায়ের পক্ষে।

30 আমার জিহ্বাতে কি অন্যায় আছে? আমার রসনা কি ভাল-মন্দের স্বাদ বোঝে না?

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন