ইয়োব 40 - কিতাবুল মোকাদ্দস1 মাবুদ আইউবকে আরও বললেন, 2 সর্বশক্তিমানের সঙ্গে যে ঝগড়া করছে সে কি তাঁকে সংশোধন করবে? আল্লাহ্র সঙ্গে বিতর্ককারী এর উত্তর দিক। মাবুদের প্রতি হযরত আইউবের কথা 3 তখন আইউব জবাবে মাবুদকে বললেন, 4 দেখ, আমি অযোগ্য; তোমাকে কি জবাব দেব? আমি নিজের মুখে হাত দিই। 5 আমি একবার কথা বলেছি, আর জবাব দেব না; দুই বার বলেছি, পুনর্বার বলবো না। হযরত আইয়ুুবের প্রতি মাবুদের আহ্বান 6 মাবুদ ঘূর্ণিবাতাসের মধ্য থেকে আইউবকে আরও বললেন, 7 তুমি এখন বীরের মত কোমরবন্ধনী পর; আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বুঝিয়ে দাও। 8 তুমি কি সত্যিই আমার বিচার অগ্রাহ্য করবে? নিজে ধার্মিক হবার জন্য আমাকে দোষী করবে? 9 তোমার কি আল্লাহ্র মত বাহু আছে? তুমি কি তাঁর মত বজ্রনাদ করতে পার? 10 তবে প্রাধান্যে ও মহত্বে বিভূষিত হও, গৌরব ও মহিমা পরিধান কর। 11 তোমার ভীষণ গজব ঢেলে দাও, প্রত্যেক অহঙ্কারীকে দেখামাত্র নত কর; 12 দেখামাত্র তার অহঙ্কার খর্ব কর, দুষ্টদেরকে স্ব স্ব স্থানে দলিত কর; 13 তাদেরকে একসঙ্গে ধূলিতে আচ্ছন্ন কর, গুপ্ত স্থানে তাদের মুখ বন্ধ কর। 14 তখন আমিও তোমার এই প্রশংসা করবো, তোমার ডান হাত তোমাকে বিজয়ী করতে পারে। 15 বহেমোৎকে দেখ, আমি তোমার সঙ্গে তাকেও নির্মাণ করেছি; সে গরুর মতই ঘাস খায়। 16 দেখ, তার কোমরে তার বল, উদরস্থ পেশীতে তার সামর্থ। 17 সে এরস গাছের মত লেজ নাড়ে, তার ঊরুদ্বয়ের শিরাগুলো জোড়া। 18 তার অস্থিগুলো ব্রোঞ্জের নলের মত, তার পাঁজর লোহার অর্গলবৎ; 19 আল্লাহ্র কাজের মধ্যে সে অগ্রগণ্য; তবুও তার নির্মাতা তলোয়ার নিয়ে তার কাছে যান। 20 পর্বতমালা তার খাদ্য যোগায়; সমস্ত বন্য পশুও সেই স্থানে ক্রীড়া করে। 21 সে শয়ন করে পদ্মবনে, নল-বনের অন্তরালে, জলাভূমিতে। 22 পদ্ম গাছ তার নিচে তাকে আচ্ছাদন করে, উপত্যকার বাইশি গাছ তার চারদিকে থাকে। 23 দেখ, নদী উত্তাল হলে সে ভয় করে না, জর্ডান ছাপিয়ে তার মুখে এসে পড়লেও সে সুস্থির থাকে। 24 সে সজাগ থাকলে কে তাকে ধরতে পারে? দড়ি দিয়ে কে তার নাসিকা ফুঁড়তে পারে? |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh