ইয়োব 39 - কিতাবুল মোকাদ্দস1 তুমি কি শৈলবাসী বন্য ছাগীগুলোর প্রসবকাল জান? হরিণীর প্রসবের রীতি কি নির্ণয় করতে পার? 2 তারা কত মাস গর্ভধারণ করে, তা কি নির্ণয় করতে পার? তাদের প্রসবকাল কি জান? 3 তারা হেঁট হয়, প্রসব করে, অমনি দুঃখ ঝেড়ে ফেলে। 4 তাদের বাচ্চাগুলো বলবান হয়, তারা মাঠে বৃদ্ধি পায়, প্রস্থান করে, আর ফিরে আসে না। 5 কে বন্য গাধাকে স্বাধীন করে ছেড়ে দিয়েছে? কে তাদের বন্ধন মুক্ত করেছে? 6 আমি মরুভূমিতে তার বাড়ি করেছি, লবণ-ভূমিকে তার নিবাস করেছি। 7 সে নগরের কলরবকে পরিহাস করে, চালকের আওয়াজ শোনে না। 8 পর্বতশ্রেণী তার চারণভূমি; সে যাবতীয় নবীন ঘাসের খোঁজ করে। 9 বন্য ষাঁড় কি তোমার সেবা করতে সম্মত হবে? সে কি তোমার যাবপাত্রের কাছ থাকবে? 10 তুমি কি জমিতে বন্য ষাঁড়কে লাঙ্গলে বাঁধতে পার? সে কি তোমার পেছন পেছন ক্ষেতে মই দেবে? 11 তার প্রচুর বলের জন্য তুমি কি তাকে বিশ্বাস করবে? তোমার কাজ কি তাকে করতে দেবে? 12 তুমি কি তার প্রতি এমন বিশ্বাস রাখবে যে, সে তোমার শস্য আনবে, তা খামারে একত্র করবে? 13 উট পাখির ডানা উল্লাস করে, কিন্তু সারসের ডানা ও পালকের সঙ্গে তার তুলনা হয় না। 14 সে তো ভূমিতে তাঁর ডিম পারে, ধুলায় উষ্ণ হতে দেয়। 15 তার মনে থাকে না যে, হয়তো চরণে তা চূর্ণ করবে, কিংবা বন্য পশু তা দলিত করবে। 16 সে তাঁর বাচ্চাগুলোর প্রতি নির্দয় ব্যবহার করে, প্রসব-বেদনা বিফল হলেও নিশ্চিন্ত থাকে; 17 যেহেতু আল্লাহ্ তাকে জ্ঞানহীন করেছেন, তাকে বুদ্ধি দেন নি। 18 সে যখন পাখা তুলে গমন করে, তখন ঘোড়া ও তার সওয়ারকে পরিহাস করে। 19 তুমি কি ঘোড়াকে শক্তি দিয়েছ? তার ঘাড়ে কি সুন্দর কেশর দিয়েছ? 20 তাকে কি পঙ্গপালের মত লাফ দেওয়াতে পেরেছ? তার নাসিকা ধ্বনির তেজ অতি ভয়ানক। 21 সে উপত্যকায় খুর ঘসে, নিজের বিক্রমে উল্লাস করে, অস্ত্রশস্ত্রের সঙ্গে সাক্ষাৎ করতে যায়। 22 সে আশঙ্কাকে পরিহাস করে, উদ্বিগ্ন হয় না, তলোয়ারের সম্মুখ থেকে ফেরে না, 23 তূণ তাঁর বিরুদ্ধে আওয়াজ করে, শাণিত বর্শা ও শূল আওয়াজ করে। 24 সে উগ্রতায় ও ক্রোধে ভূমি খেয়ে ফেলে, তূরীবাদ্য শুনলে দাঁড়িয়ে থাকে না। 25 তূরী ধ্বনির সঙ্গে সে হ্রেষা আওয়াজ করে, দূর থেকে যুদ্ধের গন্ধ পায়, সেনাপতিদের হুঙ্কার ও সিংহনাদ শোনে। 26 তোমারই বুদ্ধিতে কি বাজপাখি ওড়ে, দক্ষিণ দিকে তাঁর পাখা মেলে দেয়? 27 তোমারই হুকুমনামায় কি ঈগল উপরে উঠে, উঁচু স্থানে তার বাসা করে? 28 সে শৈলে বসতি করে, সেখানে তার বাসা, সে শৈলাগ্রে ও দুর্গম স্থানে থাকে। 29 সেখান থেকে সে শিকার অবলোকন করে, তার চোখ দূর থেকে তা নিরীক্ষণ করে। 30 তার বাচ্চাগুলোও রক্ত চোষে, যে স্থানে লাশ, সেই স্থানে সেও থাকে। |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh