Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

ইয়োব 34 - কিতাবুল মোকাদ্দস


ইলীহূ আল্লাহ্‌র ন্যায়বিচার ঘোষণা করেন

1 ইলীহূ আরও বলতে লাগলেন,

2 হে বিজ্ঞেরা, আমার কথা শুনুন; হে জ্ঞানবানেরা, আমার কথায় কান দিন।

3 কেননা রসনা যেমন খাদ্যের স্বাদ নেয়, তদ্রূপ কান কথার পরীক্ষা করে।

4 আসুন, যা ন্যায্য তা-ই মনোনীত করি, কোন্‌টি ভাল, নিজেদের মধ্যে স্থির করি।

5 দেখুন, আইউব বললেন, আমি ধার্মিক, কিন্তু আমার যা ন্যায্য, আল্লাহ্‌ তা হরণ করেছেন;

6 আমি ন্যায়বান হলেও মিথ্যাবাদী গণিত, বিনা দোষে আমি দারুণ আহত হয়েছি।

7 আইউবের মত কোন ব্যক্তি আছে? তিনি পানির মত উপহাস পান করেন,

8 অধর্মচারীদের সঙ্গে চলেন, দুর্বৃত্তদের পথে গমন করেন।

9 কেননা তিনি বলেছেন, মানুষের কোন লাভ নেই, যখন সে আল্লাহ্‌র সঙ্গে প্রণয় রাখে।

10 অতএব, হে বুদ্ধিমানেরা, আমার কথা শুনুন, এই কথা দূরে থাকুক যে, আল্লাহ্‌ দুষ্কর্ম করবেন, সর্বশক্তিমান অন্যায় করবেন।

11 কারণ তিনি মানুষের কাজের ফল তাকে দেন, মানুষের গতি অনুসারে তার দশা ঘটান।

12 আল্লাহ্‌ তো কখনও দুষ্টাচরণ করেন না, সর্বশক্তিমান কখনও বিচার বিপরীত করেন না।

13 দুনিয়ার কর্তৃত্বভার তাঁকে কে দিল? সমস্ত দুনিয়ার দেখাশুনার কাজে কে তাঁকে লাগাল?

14 যদি তিনি তাঁর নিজের কথাই ভাবতেন, তাঁর রূহ্‌ ও নিশ্বাস তাঁর নিজের কাছে সংগ্রহ করতেন,

15 তবে সমস্ত মানুষ একেবারে ধ্বংস হয়ে যেত, মানুষ পুনর্বার ধুলিতে ফিরে যেত।

16 যদি আপনার বিবেচনা থাকে, তবে শুনুন, আমার কথায় কান দিন।

17 যে ন্যায়বিদ্বেষী, সে কি শাসন করবে? আপনি কি ধর্মময় পরাক্রমীকে দোষী করবেন?

18 বাদশাহ্‌কে কি বলা যায়, তুমি অপদার্থ? রাজন্যবর্গকে কি বলা যায়, তোমরা দুষ্ট?

19 কিন্তু তিনি শাসনকর্তাদেরও মুখাপেক্ষা করেন না, দরিদ্রের কাছে ধনবানকেও বিশিষ্ট মনে করেন না, কেননা তারা সকলেই তাঁর হস্তকৃত বস্তু।

20 তাদের হঠাৎ মৃত্যু হয়, মধ্যরাত্রে প্রয়াত হয়, লোকগুলো বিচলিত হয়ে চলে যায়, পরাক্রমী বিনা হস্তক্ষেপে অপনীত হয়।

21 কেননা মানুষের পথে তাঁর দৃষ্টি আছে; তিনি তার প্রতিটি ধাপ দেখেন;

22 এমন অন্ধকার কি মৃত্যুচ্ছায়া নেই, যেখানে দুর্বৃত্তরা লুকাতে পারে।

23 তিনি মানুষের বিষয়ে দীর্ঘকাল চিন্তা করেন না, যখন সে আল্লাহ্‌র সম্মুখে বিচার স্থানে আসে।

24 তিনি বিনা সন্ধানে পরাক্রান্তদেরকে খণ্ড খণ্ড করেন, তাদের স্থানে অন্যদেরকে স্থাপন করেন।

25 এভাবে তিনি তাদের সকল কাজের হিসাব রাখেন, রাতে তাদের উল্টিয়ে ফেলেন, তাতে তারা চূর্ণ হয়।

26 তিনি তাদের দুর্জন বলে প্রহার করেন, সকলের দৃষ্টিগোচরেই করেন;

27 কারণ তারা তাঁর পিছনে চলা থেকে ফিরল, তাঁরা সমস্ত পথ অবহেলা করলো;

28 এভাবে দরিদ্রের কান্না তার কাছে আনা হল; আর তিনি দুঃখীদের কান্না শুনলেন।

29 তিনি শান্তি দিলে কে দোষ দিতে পারে? তিনি মুখ ঢাকলে কে তাঁর দর্শন পেতে পারে? সে জাতিই হোক বা ব্যক্তিই হোক;

30 আল্লাহ্‌বিহীন লোক যেন রাজত্ব না করে, লোকদেরকে ফাঁদে ফেলতে যেন কেউ না থাকে।

31 কেউ কি আল্লাহ্‌কে বলেছে, আমি (শাস্তি) পেয়েছি, আর গুনাহ্‌ করবো না,

32 যা দেখতে পাই না, তা আমাকে শেখাও; যদি অন্যায় করে থাকি, আর করবো না?

33 তাঁর প্রতিদান কি আপনার ইচ্ছামত হবে যে, আপনি তা অগ্রাহ্য করলেন? মনোনীত করা আপনার কাজ, আমার নয়; অতএব আপনি যা জানেন, বলুন।

34 বুদ্ধিমান লোকেরা আমাকে বলবেন, জ্ঞানবানেরা আমার কথা শুনে বলবেন,

35 আইউব জ্ঞানশূন্য হয়ে কথা বলছেন, তার কথা বুদ্ধি বিবর্জিত।

36 আইউবের পরীক্ষা শেষ পর্যন্ত হলেই ভাল, কেননা তিনি অধার্মিকদের মত জবাব দিয়েছেন।

37 বস্তুতঃ তিনি গুনাহে অধর্ম যোগ করেন, তিনি আমাদের মধ্যে হাততালি দেন, আর তিনি আল্লাহ্‌র বিরুদ্ধে অনেক কথা বলেন।

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন