ইয়োব 33 - কিতাবুল মোকাদ্দসইলীহূ হযরত আইউবকে ভর্ৎসনা করেন 1 যা হোক, আইউব, আরজ করি, আমার কথা শুনুন, আমার সমস্ত কথায় কান দিন। 2 দেখুন, আমি এখন মুখ খুলেছি, আমার তালুস্থিত জিহ্বা কথা বলছে। 3 আমার কথা মনের সরলতা প্রকাশ করবে, আমার ওষ্ঠাধর যা জানে, সরল তা ভাবে বলবে। 4 আল্লাহ্র রূহ্ আমাকে রচনা করেছেন, সর্বশক্তিমানের নিশ্বাস আমাকে জীবন দেন। 5 আপনি যদি পারেন, আমাকে জবাব দিন, আমার সম্মুখে কথা গুছিয়ে বলুন, উঠে দাঁড়ান। 6 দেখুন, আল্লাহ্র কাছে আমিও আপনার মত; আমাকেও মাটি দিয়ে তৈরি করা হয়েছে। 7 দেখুন, আমার ভয়ানকতা আপনাকে ত্রাসযুক্ত করবে না, আমার ভার আপনার দুর্বহ হবে না। 8 আপনি আমার কর্ণগোচরেই কথা বলেছেন, আমি আপনার কথার আওয়াজ শুনতে পেয়েছি, 9 “আমি পাক-পবিত্র, আমার অধর্ম নেই; আমি নিষ্কলঙ্ক, আমাতে অপরাধ নেই; 10 দেখুন, তিনি আমার বিরুদ্ধে ছিদ্র খোঁজ করেন, আমাকে আপনার দুশমন গণনা করেন; 11 তিনি আমার পা শিকল দিয়ে বেঁধেছেন, আমার সমস্ত পথ নিরীক্ষণ করেন।” 12 দেখুন, এই বিষয়ে আপনি যথার্থবাদী নন— আমি আপনাকে জবাব দিই— কেননা মানুষের চেয়ে আল্লাহ্ মহান। 13 আপনি কেন তার সঙ্গে বিতণ্ডা করছেন? তিনি তো আপনার কোন কথার জবাব দেন না। 14 আল্লাহ্ একবার বলেন, বরং দু’বার, কিন্তু লোকে মন দেয় না। 15 স্বপ্নে, রাত্রিকালীন দর্শনে, যখন মানুষেরা অগাধ নিদ্রায় মগ্ন হয়, বিছানায় সুখনিদ্রা যায়, 16 তখন তিনি মানুষের কান খুলে দেন, সাবধান বাণী দিয়ে তাদের ভয় দেখান, 17 যেন তিনি মানুষকে দুষ্কর্ম থেকে নিবৃত্ত করেন, যেন মানুষ থেকে অহঙ্কার গুপ্ত রাখেন। 18 তিনি কূপ থেকে তার প্রাণ, মৃত্যুর আঘাত থেকে তার জীবন রক্ষা করেন। 19 সে নিজের বিছানায় ব্যথিত হয়ে শাস্তি পায়, তার অস্থিতে নিরন্তর যন্ত্রণা হয়, 20 আহারেও তার জীবনের রুচি হয় না, সুস্বাদু খাদ্যও তার প্রাণে ভাল লাগে না, 21 তার মাংস ক্ষয় পেয়ে অদৃশ্য হয়, তার অদৃশ্য অস্থিগুলো বের হয়ে পড়ে। 22 তার প্রাণ কূপের নিকটস্থ হয়, তার জীবন মৃত্যুর দূতদের নিকটবর্তী হয়। 23 যদি তার সঙ্গে এক জন ফেরেশতা থাকেন, এক জন অর্থকারক, হাজারের মধ্যে এক জন, যিনি মানুষকে তার পক্ষে যা ন্যায্য, তা দেখান, 24 তবে তিনি তার প্রতি কৃপা করে বলেন, “কূপে নেমে যাওয়া থেকে একে মুক্ত কর, আমি তার কাফ্ফারা পেলাম।” 25 তার দেহ বালকের চেয়েও সতেজ হবে, সে যৌবন কাল ফিরে পাবে। 26 সে আল্লাহ্র কাছে মুনাজাত করে, আর তিনি তার প্রতি খুশি হন, তাই সে হর্ষধ্বনিপূর্বক তাঁর মুখ দর্শন করে, আর তিনি মানুষকে তার ধার্মিকতা ফিরিয়ে দেন। 27 সে মানুষের কাছে গজল গেয়ে বলে, “আমি গুনাহ্ করেছি, ন্যায়ের বিপরীত করেছি, তবুও তার মত প্রতিফল পাই নি; 28 তিনি কূপে প্রবেশ করা থেকে আমার প্রাণকে মুক্ত করেছেন, আমি আলো উপভোগ করার জন্য বেঁচে থাকব।” 29 দেখুন, আল্লাহ্ এসব কাজ করেন, মানুষের সঙ্গে দু’বার, তিনবার করেন, 30 যেন কূপ থেকে তার প্রাণ ফিরিয়ে আনেন, যেন সে জীবনের আলোতে আলোকিত হয়। 31 আইউব, অবধান করুন, আমার কথা শুনুন; আপনি নীরব থাকুন, আমি বলি। 32 যদি আপনার কিছু বক্তব্য থাকে, জবাব দিন, বলুন, কেননা আমি আপনাকে নির্দোষ দেখাতে চাই। 33 যদি বক্তব্য না থাকে, তবে আমার কথা শুনুন, নীরব হোন, আমি আপনাকে প্রজ্ঞা শিক্ষা দিই। |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh