ইয়োব 31 - কিতাবুল মোকাদ্দস1 আমি নিজের চোখের সঙ্গে নিয়ম করেছি; কোনও যুবতীর প্রতি কটাক্ষপাত কেন করবো? 2 ঊর্ধ্ববাসী আল্লাহ্ থেকে কি প্রকার অংশ প্রাপ্তি হয়? বেহেশতের সর্বশক্তিমান থেকে কি প্রকার অধিকার প্রাপ্তি হয়? 3 তা কি অন্যায়কারীর জন্য বিপদ নয়? তা কি অধর্মচারীদের জন্য দুর্গতি নয়? 4 তিনি কি আমার সমস্ত পথ দেখেন না? আমার সকল পদক্ষেপ গণনা করেন না? 5 আমি যদি মিথ্যার সহচর হয়ে থাকি, আমার পা যদি ছলের পথে দৌড়ে থাকে, 6 (তিনি ধর্মনিক্তিতে আমাকে ওজন করুন, আল্লাহ্ আমার সিদ্ধতা জ্ঞাত হোন;) 7 আমি যদি বিপথে পদসঞ্চার করে থাকি, আমার হৃদয় যদি চোখের অনুবর্তী হয়ে থাকে, আমার হাতে যদি কোন কলঙ্ক লেগে থাকে, 8 তবে আমি রোপন করলে অন্যে ফল ভোগ করুক, ও আমার সমস্ত চারা উৎপাটিত হোক। 9 আমার হৃদয় যদি রমণীতে মুগ্ধ হয়ে থাকে, প্রতিবেশীর দরজার কাছে যদি আমি লুকিয়ে থাকি, 10 তবে আমার স্ত্রী পরের জন্য যাঁতা পেষণ করুক, অন্য লোকে তাকে ভোগ করুক! 11 কেননা তা জঘন্য কাজ, তা বিচারকর্তাদের কর্তৃক দণ্ডনীয় অপরাধ; 12 তা সর্বনাশ পর্যন্ত গ্রাসকারী আগুন, তা আমার ফসলের শিকড় পর্যন্ত গ্রাস করতো। 13 আমার গোলাম বা বাঁদী আমার কাছে অভিযোগ করলে, যদি তাদের বিচারে অবহেলা করে থাকি, 14 তবে আল্লাহ্ উঠলে আমি কি করবো? তিনি প্রশ্ন করলে তাঁকে কি জবাব দেব? 15 যিনি মাতৃগর্ভে আমাকে রচনা করেছেন, তিনিই কি ওকেও রচনা করেন নি? একই জন কি আমাদেরকে গর্ভে গঠন করেন নি?‘ 16 আমি যদি দরিদ্রদেরকে তাদের অভীষ্ট বস্তু থেকে বঞ্চিত করে থাকি, যদি বিধবার নয়ন নৈরাশ্যে সজল করে থাকি, 17 যদি আমার খাদ্য একা খেয়ে থাকি, এতিম তার কিছু খেতে না পেয়ে থাকে, 18 (বস্তুত আমার বাল্যকাল থেকে সে যেমন পিতার কাছে, তেমনি আমার কাছে বেড়ে উঠত, কারণ আজন্মকাল আমি বিধবার উপকার করেছি;) 19 যখন আমি কাউকেও কাপড়ের অভাবে মরার মত দেখেছি, দীনহীনকে উলঙ্গ দেখেছি, 20 যদি তার কোমর আমাকে দোয়া না করে থাকে, আমার ভেড়ার লোমে তার শরীর উষ্ণ না হয়ে থাকে; 21 নগর-দ্বারে নিজের সহায়কে দেখতে পাওয়াতে, যদি এতিমের বিরুদ্ধে হাত তুলে থাকি; 22 তবে আমার কাঁধের অস্থি খসে পড়ুক, আমার বাহু সন্ধি থেকে পড়ে যাক। 23 কারণ আল্লাহ্র দেওয়া বিপদ আমার কাছে ত্রাসের মত হত, তাঁর মহত্বের জন্য সেরকম কিছু করতে পারতাম না। 24 আমি যদি সোনাকে আশাভূমি করে থাকি, সোনাকে বলে থাকি, তুমি আমার সহায়, 25 সম্পদের বৃদ্ধি হয়েছে বলে, হাতে সমৃদ্ধি লাভ হয়েছে বলে যদি আনন্দ করে থাকি, 26 যখন তেজোময় সূর্যকে দেখেছি, জ্যোৎস্না-ভরা চন্দ্রকে দেখেছি, 27 তখন যদি আমার মন গোপনে মুগ্ধ হয়ে থাকে, আমার মুখ যদি হাতকে চুম্বন করে থাকে, 28 তবে তাও বিচারকর্তাদের শাসনীয় অপরাধ হত, কেননা তা হলে ঊর্ধ্ববাসী আল্লাহ্কে অস্বীকার করতাম। 29 আমার বিদ্বেষীর বিপদে কি আনন্দ করেছি? তার অমঙ্গলে কি উল্লসিত হয়েছি? 30 বরঞ্চ আমার মুখকে গুনাহ্ করতে দেই নি; বদদোয়াসহ ওর প্রাণ যাচ্ঞা করি নি। 31 আমার তাঁবুর লোকে কি বলতো না, কোন্ ব্যক্তি ওর দেওয়া মাংসে তৃপ্ত হয় নি? 32 কোনও বিদেশী পথে রাত যাপন করতো না, কারণ পথিকদের জন্য আমি দরজা খুলে রাখতাম। 33 আমি কি অন্য মানুষের মত আমার অধর্ম ঢেকেছি? আমার অপরাধ কি বক্ষস্থলে লুকিয়েছি? 34 আমি কি মহৎ জনসমাজকে ভয় করতাম? গোষ্ঠীগুলোর তুচ্ছতায় কি উদ্বিগ্ন হতাম? আমি কি নীরব থাকতাম, দ্বারের বাইরে যেতাম না? 35 হায় হায়! কেউ কি আমার কথা শোনে না? এই দেখ, আমি যা বলছি তা সত্যি; সর্বশক্তিমান আমাকে উত্তর দিন, আমার প্রতিবাদী আমার দোষপত্র লিখুন। 36 অবশ্য আমি তা কাঁধে বহন করবো, আমার পাগড়ী বলে তা বাঁধব। 37 আমার প্রতিটি পায়ের ধাপের সংখ্যা তাঁকে জানাবো, রাজপুরুষের মত তাঁর কাছে যাব। 38 আমার ভূমি যদি আমার প্রতিকূলে কান্না করে, তার চাষের সমস্ত রেখা যদি কান্নাকাটি করে, 39 আমি যদি বিনা অর্থে তার ফলভোগ করে থাকি, ভূমির অধিকারীদের প্রাণহানির কারণ হয়ে থাকি, 40 তবে গমের স্থানে কাঁটা উৎপন্ন হোক, যবের স্থানে বিষবৃক্ষ উৎপন্ন হোক। এখানে আইউবের কথা শেষ হয়েছে। |
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
Biblical Aids for Churches & Institutions in Bangladesh