Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

ইয়োব 30 - কিতাবুল মোকাদ্দস

1 সম্প্রতি, যারা আমা থেকে অল্প বয়স্ক, তারা আমাকে পরিহাস করে; আমি তাদের পিতাদেরকে আমার পালরক্ষক কুকুরদের সঙ্গে রাখতেও অবজ্ঞা করতাম।

2 তাদের বাহুবলে আমার কি ফল হতে পারে? তাদের তেজ তো নষ্ট হয়েছে।

3 তারা দীনতায় ও খাদ্যের অভাবে অসাড় হয়ে পড়ে, উৎসন্নতা ও শূন্যতার ঘোরে শুকনো ভূমি চর্বণ করে;

4 তারা ঝোপের কাছে বিস্বাদু শাক তোলে, রেতম গাছের শিকড় তাদের খাদ্যদ্রব্য।

5 তারা মানব সমাজ থেকে বিতাড়িত হয়, যেমন চোরের, তেমনি লোকে তাদের পিছনে পিছনে চিৎকার করে।

6 তারা উপত্যকার ভয়ানক স্থানে থাকে, ধূলিময় ও পাষাণময় গর্তে বাস করে।

7 তারা ঝোপের মধ্যে থেকে হ্রেষারব করে, ঝোপ-ঝাড়ে একত্রীভূত হয়।

8 তারা মূর্খদের সন্তান, অপদার্থদের সন্তান, তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে।

9 সম্প্রতি আমি তাদের গানের বিষয় হয়েছি, বস্তুত আমি তাদেরই গল্পের বিষয়।

10 তারা আমাকে ঘৃণা করে, আমা থেকে দূরে থাকে, আমার মুখে থুথু ফেলতে ভয় করে না।

11 তিনি তো তাঁর দড়ি খুলে আমাকে নত করেছেন, তারা আমার সাক্ষাতে তাদের বল্‌গা ফেলে দিয়েছে।

12 ওরা আমার ডান দিকে উঠে, আমাকে পালিয়ে যেতে বাধ্য করে, আমার বিরুদ্ধে বিনাশের পথ প্রস্তুত করে।

13 তারা আমার সমস্ত পথ রোধ করে, আমার সর্বনাশার্থে সফলকাম হয়; কেউ তাদের সাহায্য করতে আসে না।

14 তারা যেন প্রশস্ত ছিদ্র দিয়ে আসে, ভঙ্গের মধ্যে আমার উপরে এসে গড়িয়ে পড়ে।

15 নানা রকম ত্রাস আমার সম্মুখে উপস্থিত, সেসব বায়ুর মত আমার সম্ভ্রম দূর করছে; মেঘের মত আমার মঙ্গল অতীত হচ্ছে।

16 এখন আমার প্রাণ আমার মধ্যে দ্রবীভূত; দুঃখের দিনগুলো আমাকে আক্রমণ করছে।

17 রাতে আমার সমস্ত অস্থি ঝড়ে যায়, আমার সমস্ত ব্যথ্যা কখনও বিশ্রাম নেয় না।

18 (রোগের) প্রবল শক্তিতে আমার পরিচ্ছদ বিকৃত হয়, জামার গলার মত আমাতে এঁটে থাকে।

19 (আল্লাহ্‌) আমাকে পঙ্কে মগ্ন করেছেন, আমি ধূলা ও ভস্মের মত হচ্ছি।

20 আমি তোমার কাছে আর্তনাদ করি, তুমি উত্তর দাও না; আমি দাঁড়িয়ে থাকি, তুমি আমার প্রতি কেবলমাত্র দৃষ্টিপাত করছে।

21 তুমি আমার প্রতি নির্দয় হয়ে উঠছে, তোমার বাহুবল আমাকে তাড়না করছে।

22 তুমি আমাকে তুলে বাতাসে ছেড়ে দিয়েছ, ঝটিকায় বিলীন করছে।

23 বস্তুত আমি জানি, তুমি আমাকে মৃত্যুর কাছে নিয়ে যাচ্ছ; সমস্ত জীবিত লোকদের নির্ধারিত স্থানে নিয়ে যাচ্ছ।

24 পড়বার সময়ে লোক কি হাত বাড়িয়ে ধরে না? কষ্টের সময়ে কি সাহায্যের জন্য আর্তনাদ করে না?

25 আমি বিপদগ্রস্তের জন্য কি কাঁদতাম না? দীনের জন্য কি শোকাকুলচিত্ত হতাম না?

26 আমি মঙ্গলের অপেক্ষা করলে অমঙ্গল ঘটলো, আলোর প্রতীক্ষা করলে অন্ধকার আসল।

27 আমার অন্ত্র জ্বলতে থাকে, শান্তি পায় না, দুঃখের দিনগুলো আমার সম্মুখবর্তী হয়েছে।

28 বিনা রৌদ্রে আমি ম্লান হয়ে বেড়াচ্ছি, আমি সমাজে উঠে দাঁড়াই, আর্তনাদ করি।

29 আমি শিয়ালদের ভাই হয়েছি, উটপাখিদের বন্ধু হয়েছি।

30 আমার চামড়া কালো রংয়ের হয়েছে, খসে খসে পড়ছে, আমার অস্থি তাপে দগ্ধ হয়েছে।

31 আমার বীণার সুর আজ হাহাকারে পরিণত, আমার বাঁশীর সুরে শোনা যাচ্ছে বিলাপের কান্না।

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন