Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

ইয়োব 26 - কিতাবুল মোকাদ্দস


হযরত আইউবের জবাব: আল্লাহ্‌র মহিমার তত্ত্ব পাওয়া যায় না

1 তখন আইউব জবাবে বললেন,

2 তুমি বলহীনের কেমন সাহায্য করলে! দুর্বল বাহুকে কেমন নিস্তার করলে!

3 প্রজ্ঞাহীনকে কেমন পরামর্শ দিলে! বুদ্ধিকৌশল কেমন প্রচুররূপে প্রকাশ করলে!

4 তুমি কার কাছে কথা বললে? তোমার মুখ থেকে কার নিশ্বাস বের হল?

5 জলরাশির নিচে ও জলচর প্রাণীদের নিচে, মৃতদের রূহ্‌ ভয়ে ভীষণ কাঁপছে।

6 তাঁর সম্মুখে পাতাল অনাবৃত, বিনাশ স্থান অনাচ্ছাদিত।

7 তিনি শূন্যের উপরে উত্তর কেন্দ্র বিস্তার করেছেন, অবস্তুর উপরে দুনিয়াকে স্থাপন করেছেন,

8 তিনি স্বীয় নিবিড় মেঘে পানি আট্‌কে রাখেন, তবুও জলধর তার ভারে বিদীর্ণ হয় না।

9 তিনি পূর্ণচন্দ্রের মুখ আচ্ছাদন করেন, নিজের মেঘ দ্বারা তা আবৃত করেন।

10 তিনি জলরাশির উপরে চক্ররেখা লিখেছেন, অন্ধকার ও আলোর মধ্যবর্তী সীমা পর্যন্ত।

11 আসমানের সমস্ত স্তম্ভ কেঁপে ওঠে, তাঁর ভর্ৎসনায় চমকে উঠে।

12 তিনি নিজের পরাক্রমে সমুদ্রকে উত্তেজিত করেন, নিজের বুদ্ধিতে রাহবকে আঘাত করেন।

13 তাঁর শ্বাসে আসমান পরিষ্কার হয়; তাঁরই হাত পলায়মান নাগকে বিদ্ধ করেছে।

14 দেখ, এসব তাঁর পথের প্রান্ত; তাঁর বিষয়ে ক্ষীণ আওয়াজ শোনা যায়; কিন্তু তাঁর পরাক্রমের গর্জন কে বুঝতে পারে?

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন