Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

ইয়োব 24 - কিতাবুল মোকাদ্দস

1 সর্বশক্তিমান থেকে কেন সময় নির্ধারিত হয় না? যারা তাঁকে জানে, তারা কেন তাঁর দিন দেখতে পায় না?

2 কেউ কেউ ভূমির আল সরিয়ে দেয়, তারা সবলে ভেড়ার পাল হরণ করে চরায়।

3 তারা এতিমদের গাধা নিয়ে যায়, তারা বিধবার গরু বন্ধক রাখে।

4 তারা দরিদ্রদেরকে পথ থেকে তাড়িয়ে দেয়; দুনিয়ার দীনহীনেরা একেবারে লুকিয়ে থাকে।

5 দেখ, মরুভূমিস্থ বন্য গাধাগুলোর মত তারা নিজের কাজে গিয়ে গ্রাসের খোঁজ করে; জঙ্গল তাদের সন্তানদের জন্য খাদ্য যোগায়।

6 তারা ক্ষেতে ওর পশুর খাদ্যশস্য কেটে ফেলে, দুর্জনের আঙ্গুর-ক্ষেতে অবশিষ্ট ফল চয়ন করে;

7 কাপড়ের অভাবে উলঙ্গ হয়ে রাত যাপন করে, শীতকালে তাদের আচ্ছাদন মাত্র থাকে না।

8 তারা পর্বতের বৃষ্টিতে ভিজে, আশ্রয় না থাকায় শৈলের আশ্রয় নেয়।

9 কেউ কেউ এতিমকে মাতার স্তন থেকে কেড়ে নেয়, দরিদ্রের সামগ্রী বন্ধক রাখে।

10 তাই এরা কাপড়ের অভাবে উলঙ্গ হয়ে বেড়ায়, খিদে নিয়েই শস্যের আঁটি বহন করে।

11 এরা ওদের প্রাচীরের ভিতরে তেল প্রস্তুত করে, আঙ্গুর মাড়াই করে তৃষ্ণার্ত হয়।

12 নগরের মধ্য থেকে লোকেরা কোঁকায়, আহত লোকের প্রাণ চিৎকার করে, তবুও আল্লাহ্‌ এই দোষে মনোযোগ করেন না।

13 তারা আলোর বিরুদ্ধে বিদ্রোহীদের দলভুক্ত, তারা তার গতি জানে না, তারা তার পথে থাকে না।

14 হত্যাকারী খুব ভোরে উঠে, দুঃখী ও দীনহীনকে মেরে ফেলে, রাতের বেলায় সে চোরের সমান হয়।

15 জেনাকারীর চোখও সন্ধ্যাবেলার অপেক্ষা করে; সে বলে, কারো চোখ আমাকে দেখতে পাবে না; আর সে নিজের মুখ আচ্ছাদন করে।

16 তারা অন্ধকারে লোকের বাড়িতে সিঁধ কাটে, দিবালোকে তারা লুকিয়ে থাকে; তারা আলো জানে না।

17 প্রাতঃকাল তাদের সকলের পক্ষে মৃত্যুচ্ছায়ার মত কারণ তারা মৃত্যুচ্ছায়ার ভয়ানকতা জানে।

18 এই রকম লোক স্রোতের বেগে চালিত ঘাসের মত; দেশে তাদের অধিকার শাপগ্রস্ত হয়, তারা আর আঙ্গুর-ক্ষেতের পথে বিহার করে না।

19 অনাবৃষ্টি ও গ্রীষ্ম যেমন বরফ-গলা পানিকে, পাতাল তেমনি গুনাহ্‌গারদেরকে হরণ করে।

20 মাতৃগর্ভ তাদেরকে ভুলে যাবে, তারা কীটের সুস্বাদু খাবার হবে, তারা কারো স্মরণে থাকবে না; গাছের মত অন্যায় ভেঙে পড়বে।

21 সে নিঃসন্তান বন্ধ্যা স্ত্রীকে গ্রাস করে, সে বিধবার প্রতি সৌজন্য প্রকাশ করে না।

22 আল্লাহ্‌ শক্তি দ্বারা শক্তিশালীদের ধ্বংস করেন, তিনি উঠলে কারো জীবনের আশা থাকে না।

23 তিনি কাউকে আশ্রয় দিলে সে নির্ভয়ে থাকে; কিন্তু তাদের পথে তাঁর দৃষ্টি থাকে।

24 তারা উঁচু হয়, ক্ষণকাল গেলে তারা থাকে না, তারা নত হয়ে পরে, ঘাসের মত ম্লান হয়ে যায়, শস্যের শীষের মতই শুকয়ে যায়।

25 যদি এরকম না হয়, কে আমার কথাগুলো মিথ্যা বলে প্রমাণ করবে? কে আমার কথা নিরর্থক বলে দেখাবে?

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন