Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

ইয়োব 20 - কিতাবুল মোকাদ্দস


সোফরের দ্বিতীয় কথা: দুষ্টদের আনন্দ ক্ষণস্থায়ী

1 নামাথীয় সোফর জবাবে বললেন,

2 আমার চিন্তা জবাব দিতে আমাকে উত্তেজিত করে, কারণ আমি অধৈর্য হলাম।

3 আমি নিজের অপমানসূচক উপদেশ শুনলাম, আমার বুদ্ধি থেকে রূহ্‌ আমাকে উত্তর যোগায়।

4 তুমি কি এই কথা জান না যে, কালের আরম্ভ থেকে, দুনিয়াতে মানুষের স্থাপনের সময় থেকে,

5 দুষ্টদের আনন্দগান ক্ষণকাল মাত্র স্থায়ী, আল্লাহ্‌বিহীন লোকদের হর্ষ নিমেষকাল মাত্র স্থায়ী?

6 তার মহত্ব যদি আসমান পর্যন্ত উঠে, তার মাথা যদি মেঘ স্পর্শ করে,

7 তবুও সে তার বিষ্ঠার মত চিরতরে বিনষ্ট হবে; যারা তাকে দেখতো, তারা বলবে, সে কোথায়? সে স্বপ্নের মতই মিলিয়ে যাবে, নিরুদ্দেশ হবে;

8 সে রাত্রিকালীন দর্শনের মত দূরীকৃত হবে।

9 যে চোখ তাকে দেখতো, তা আর দেখবে না, তার বাসস্থান আর তাকে দেখবে না।

10 তার সন্তানেরা দরিদ্রদের কাছে দয়া চাইবে, তার হাত তার সম্পত্তি ফিরিয়ে দেবে।

11 তার অস্থি যৌবনের তেজে পরিপূর্ণ, কিন্তু তার সঙ্গে তাও ধুলায় শয়ন করবে।

12 যদিও নাফরমানী তার মুখে মিষ্ট লাগে, আর সে তা জিহ্বার নিচে লুকিয়ে রাখে,

13 যদিও ভালবেসে তা ত্যাগ না করে, কিন্তু মুখের মধ্যে রেখে দেয়;

14 তবুও তার খাদ্য উদরে গিয়ে বিকৃত হয়, তার দিল কালসাপের বিষস্বরূপ হয়।

15 সে ধন গ্রাস করেছে, আবার তা বমন করবে; আল্লাহ্‌ তার উদর থেকে তা বের করবেন।

16 সে সাপের বিষ চুষবে, বিষধরের জিহ্বা তাকে সংহার করবে।

17 সে নদীগুলোর প্রতি দৃষ্টিপাত করবে না, মধু ও দধিপ্রবাহী সমস্ত স্রোত দেখবে না।

18 সে তার পরিশ্রমের ফল ফিরিয়ে দেবে, গ্রাস করবে না, সে নিজের লব্ধ সম্পত্তি অনুসারে আমোদ করবে না।

19 কারণ সে দরিদ্রদেরকে উৎপীড়ন ও ত্যাগ করতো, সে যা নির্মাণ করে নি, এমন বাড়ি-ঘর কেড়ে নিত।

20 তার উদরে শান্তি হত না, সে তার অভীষ্ট বস্তুর কিছুই রক্ষা করতে পারবে না।

21 তার গ্রাসে কিছু অবশিষ্ট থাকতো না, অতএব তার সুদশা থাকবে না।

22 সে পূর্ণ প্রাচুর্যের সময়ে কষ্টে পড়বে, নির্যাতিত সকলের হাত তাকে আক্রমণ করবে।

23 সে যখন নিজের উদর পূর্ণ করতে উদ্যত হয়, আল্লাহ্‌ তার উপরে তাঁর গজবের আগুন নিক্ষেপ করবেন, তার ভোজনকালে তার উপরে তা বর্ষণ করবেন।

24 সে লোহার অস্ত্র থেকে পালিয়ে যাবে, কিন্তু ব্রোঞ্জের ধনুর্বাণে বিদ্ধ হবে।

25 সে তীর টানলে তা তার অঙ্গ থেকে বের হয়, তার পিত্ত থেকে চক্‌মকে তীরের ফলা বের হয়, নানা রকম ত্রাস তাকে আক্রমণ করে।

26 তার ধন হিসেবে সমুদয় অন্ধকার সঞ্চিত হয়, বিনা প্ররোচনায় আগুন তাকে গ্রাস করবে। তার তাঁবুতে অবশিষ্ট সকলই ভস্ম করবে।

27 আসমান তার অপরাধ ব্যক্ত করবে, দুনিয়া তার প্রতিকূলে উঠবে।

28 তার বাড়ির সম্পত্তি উড়ে যাবে, তা আল্লাহ্‌র ক্রোধের দিনে গলে যাবে।

29 এটাই আল্লাহ্‌ থেকে দুষ্ট মানুষের লভ্য অংশ, এটাই আল্লাহ্‌ নিরূপিত তার অধিকার।

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন