Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -

ইয়োব 17 - কিতাবুল মোকাদ্দস

1 আমার জীবন শেষ হয়েছে, আমার আয়ু আসন্ন, কবর আমার জন্য প্রস্তুত।

2 সত্যি, বিদ্রূপকারীরা আমার নিকটস্থ, তাদের বিরোধ আমার চোখের সম্মুখে আছে।

3 আরজ করি, তুমি অঙ্গীকার কর, তোমার কাছে তুমিই আমার জামিন হও; আর কে আছে যে, আমার জামিন হবে?

4 তুমি এদের অন্তর বুদ্ধিরহিত করেছ, তাই এদেরকে উন্নত করবে না।

5 যে ব্যক্তি লুটের মালের মত তার বন্ধুদেরকে অর্পণ করে, তার সন্তানদের চোখ অন্ধ হবে।

6 তিনি আমাকে লোকদের হাসির পাত্র করেছেন, লোকে যার মুখে থুথু ফেলে, আমি এমন হলাম।

7 আমার চোখ মনস্তাপে নিস্তেজ হয়েছে, আমার সর্বাঙ্গ ছায়ার মত হয়েছে।

8 এতে সরল লোকেরা চমৎকৃত হবে, দুষ্টদের বিরুদ্ধে নির্দোষ লোকেরা উত্তেজিত হয়ে উঠবে।

9 কিন্তু ধার্মিক তার নিজের পথে অগ্রসর হবে, যার হাত পাক-পবিত্র, সে উত্তরোত্তর প্রবল হবে।

10 কিন্তু তোমরা সকলে এখন ফিরে এসো, তোমাদের মধ্যে কাউকেও জ্ঞানবান দেখি না।

11 আমার আয়ু গত, আমার অভিপ্রায় সকল ভেঙ্গে গেছে, আমার সমস্ত মনোবাসনা ভেঙ্গে গেছে।

12 এরা রাতকে দিন করে, আলোকে অন্ধকারের নিকটস্থ বলে।

13 যদি আমার ঘর বলে পাতালের অপেক্ষা করি, যদি অন্ধকারে আমার বিছানা পেতে থাকি,

14 যদি ক্ষয়কে বলে থাকি, তুমি আমার পিতা, কীটকে বলে থাকি, তুমি আমার মা ও বোন;

15 তবে আমার আশা কোথায়? আর আমার আশা কে দেখতে পাবে?

16 তা কি পাতালের অর্গল পর্যন্ত নেমে যাবে? আমার সঙ্গে তা কি ধুলায় মিশে যাবে না?

Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

Biblical Aids for Churches & Institutions in Bangladesh
আমাদের অনুসরণ করো:



বিজ্ঞাপন